• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০১:৪০:৪০ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০১:৪০:৪০ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বরগুনার তালতলীতে ১০ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

৩ জুলাই ২০২৪ সকাল ১১:২৪:৩৭

বরগুনার তালতলীতে ১০ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে সাইদুর রহমান (১৩) নামে এক মাদ্রাসা ছাত্র দশ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এতে করে আতঙ্কে রয়েছে মাদ্রাসা ছাত্র সাইদুর রহমানের পরিবারের সদস্যরা।

নিখোঁজ সাইদুর রহমান উপজেলার ছোটবগী ইউনিয়নের গাবতলী গ্রামের মনির হাওলাদারের ছেলে ও পার্শ্ববর্তী ছোটবগী মোহাম্মদীয়া দারুস সুন্নাত হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। এ ঘটনায় নিখোঁজ সাইদুর রহমানের বাবা মনির হাওলাদার ২ জুলাই মঙ্গলবার তালতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ সাইদুর রহমানের বড় ভাই আসাদুল বলেন, ঈদের ছুটি শেষে গত ২৪ জুন সোমবার সাইদুর রহমানকে বাড়ি থেকে মাদ্রাসায় দিয়ে আসি। পরে ২৮ জুন শুক্রবার ওর জন্য খাবার নিয়ে মাদ্রাসায় গেলে শিক্ষকরা জানান, সাইদুর রহমান মাদ্রাসায় আসেনি। এরপর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি তার।

মাদ্রাসার শিক্ষক হাফেজ ইদ্রিস মিয়া বলেন, ঈদের ছুটির পর সাইদুর রহমান মাদ্রাসায় আসে নাই।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, ওই ছাত্রকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। একই সঙ্গে তার পরিবারের লোকজনও বিভিন্ন এলাকায় খোঁজখবর নিচ্ছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রমনার বটমূলে বোমা হামলার মামলার রায় ৮ মে
৩০ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩১:৩৯