• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ সকাল ০৮:১১:১৩ (25-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ সকাল ০৮:১১:১৩ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আখাউড়ায় বাড়ি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

২০ মার্চ ২০২৩ সকাল ১০:০৮:১৪

আখাউড়ায় বাড়ি রক্ষার  দাবিতে সংবাদ সম্মেলন

মোহাম্মদ আবির, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিজ বাড়ি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এ বি এ মারুফ ভূঁইয়া নামে এক ব্যাংক কর্মকর্তা। সিটি ব্যাংকে কর্মরত মারুফ ভূঁইয়া ১৯ মার্চ রোববার দুপুরে  এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে মারুফ ভূঁইয়া বলেন, আমার বাবা ১৯৮০ সালে ১৮ শতক জায়গা কিনে। সেখানেই আমরা বসবাস করছি। তবে বিএস জরিপে ভুলবশত আমাদের নামে ১৪.৮৭ শতাংশ জমি লিপিবদ্ধ হয়। এই সুযোগে পাশের জায়গার মালিক হারুন মিয়াসহ অন্যান্যরা গত ৪ মার্চ জোর পূর্বক আমাদের সীমানার ভেতরে খুঁটি দেন। একটি টয়লেট ভেঙ্গে ফেলার পাশাপাশি বেশ কিছু গাছ কেটে ফেলেন। প্রভাব দেখিয়ে এ কাজটি করে তারা।

তিনি আরও বলেন, দখল করতে আসা লোকজন আমার ছোট ভাই আশরাফুল ইসলাম ভূঁইয়ার কোনো কথা না শুনে নানাভাবে হুমকি দেন।
এ অবস্থায় আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হলে পুলিশ এসে তদন্ত করে যায়। এ বিষয়ে সংশ্লিষ্টদের দ্রুত সুদৃষ্টি কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মারুফ  ভূঁইয়া বৃদ্ধা মা ও ছোট ভাই ।  

অভিযোগ অস্বীকার করেছেন হারুন মিয়া। তিনি জানান, সীমানা নির্ধারণের সময় মারুফ ভূঁইয়ার ভাই উপস্থিত ছিলেন। তাদের পক্ষ থেকে একজন আমীন আনার কথা থাকলেও  তা আনে নি। ফলে মারুফের ভাইয়ের সামনে অন্য আমীনের মাধ্যমে সীমানা নির্ধারণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
২৪ এপ্রিল ২০২৪ রাত ০৮:২৮:৫৮


হিটস্ট্রোকে চরফ্যাশনে যুবকের মৃত্যু
২৪ এপ্রিল ২০২৪ রাত ০৮:১৭:৪৭