• ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই চৈত্র ১৪৩০ রাত ১২:৩২:১৯ (29-Mar-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই চৈত্র ১৪৩০ রাত ১২:৩২:১৯ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

তজুমদ্দিনে জেলে উৎসব পালিত

১৮ মার্চ ২০২৩ দুপুর ০১:৪৯:৪৮

তজুমদ্দিনে জেলে উৎসব পালিত

মো. জসিম জনি, লালমোহন (ভোলা) প্রতিনিধি: নদীতে মাছ শিকারে চলছে নিষেধাজ্ঞা। আর এতে কর্মহীন হয়ে পড়েছেন জেলেরা। তাই এসব জেলেদের মাঝে উদ্দীপনা ফিরাতে ভোলার তজুমদ্দিনে জেলে উৎসবের আয়োজন করা হয়েছে।

১৭ মার্চ শুক্রবার দিনব্যাপী তজুমদ্দিন উপজেলার স্লুইচগেট এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে এ ব্যতিক্রমী উৎসবের আয়োজন করা হয়।

এই উৎসবে অন্তত পাঁচ হাজার জেলেরা পরিবারের সদস্যদের নিয়ে অংশগ্রহণ করেন। ‘জেলে উৎসব ’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন দুলাল, ইউএনও মরিয়ম বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইসচেয়াম্যান মহিউদ্দিন পোদ্দার, ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ প্রমুখ।  

জেলে উৎসবে কর্মহীন জেলেদের মন চাঙ্গা করতে ছিল সাত ধরণের ক্রীড়া প্রতিযোগিতা। যার মধ্যে রয়েছে- হাড়ি ভাঙা, বেত খেলা, ফুটবল খেলা, তৈলাক্ত কলা গাছে উঠা, কাবাডি ও ঘুড়ি উড়ানোর মতো প্রতিযোগিতা। পরে প্রতিযোগিতায় জয়ী জেলেদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উৎসবে অংশ নেয়া কয়েকজন জেলে বলেন, নদীতে মাছ ধরতে না পারায় নিজেদের মধ্যে অলসতা ভর করেছিল। আজকের অনুষ্ঠানে পরিবারের সদস্যদের নিয়ে অনেক আনন্দ করেছি। এতে করে আমরা সকলে খুশি।  সত্যিই এটি একটি সুন্দর অনুষ্ঠান।

 

 

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








নোয়াখালীতে এক পুকুরে ধরা পড়ল ১০০ ইলিশ
২৮ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:০৯:২০

নওগাঁয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
২৮ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:০১:৪৫