• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০১:৪৪:২৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০১:৪৪:২৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

পলাশে প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিকের যাবজ্জীবন

২ জুন ২০২৪ বিকাল ০৫:৫৯:৩৮

পলাশে প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিকের যাবজ্জীবন

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে জাহাঙ্গীর মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। সেই সাথে আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। ২ জুন রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আলাদতের বিচারক আ ন ম ইলিয়াস এই রায় প্রদান করেন।

নিহত রিতা বেগম (৩৩) কিশোরগঞ্জের ভৈরবের কবির মিয়ার মেয়ে এবং সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর (২৫) একই জেলার পাকুন্দিয়া এলাকার উসমান গনির ছেলে। রিতা পলাশ উপজেলার তাঁরাগও ব্রাক অফিসের বাবুর্চি হিসেবে কাজ করতেন এবং জাহাঙ্গীর ঢাকার কেরানিগঞ্জে কাজ করতো।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি জাহাঙ্গীরের সাথে পলাশের তারগাঁও গ্রামে অবস্থিত ব্রাক অফিসের বাবুর্চি রিতা বেগমের সাথে সম্পর্ক হয়। একই জেলা হবার কারণে ৩৩ বছরের রিতার সাথে ২৫ বছরের জাহাঙ্গীরের প্রেমের সর্ম্পক গড়ে উঠে। পরবর্তীতে বিভিন্ন সময় তাদের দুজনের প্রায়ই দেখা হতো। পরে গত ২০২২ সালের ৭ অক্টোবর  ব্রাক অফিসের একটি কক্ষে জাহাঙ্গীর তার প্রেমিকা রিতার সাথে রাত্রীযাপন করে সেখানে তাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় জাহাঙ্গীর।

পরে রিতাকে স্থানীয় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এই ঘটনায় নিহতের ভাই রাজুমিয়া বাদী হয়ে পলাশ থানায় একটি হত্যা মামলা করলে পুলিশ জাহাঙ্গীরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। আদালত স্বাক্ষীদের জেরাসহ হত্যার বিভিন্ন আলামত পর্যালোচনা করে মাত্র ৭ কার্য দিবসের মধ্যে এই রায় প্রদান করেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার হালিম বলেন, মাত্র ৭ কার্যদিবসে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযুক্ত জাহাঙ্গীরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রমনার বটমূলে বোমা হামলার মামলার রায় ৮ মে
৩০ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩১:৩৯