• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০৩:৪১:৪২ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০৩:৪১:৪২ (01-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাজীপুরে কলেজ ছাত্র হত্যায় কিশোর গ্যাং লিডার গ্রেফতার, পিস্তল উদ্ধার

২৩ মে ২০২৪ রাত ০৮:১০:৪২

গাজীপুরে কলেজ ছাত্র হত্যায় কিশোর গ্যাং লিডার গ্রেফতার, পিস্তল উদ্ধার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় কলেজ ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি কিশোর গ্যাং লিডার ইমরানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি এবং ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

২৩ মে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে প্রেস রিলিজ দেন।

প্রেস রিলিজে গোয়েন্দা পুলিশ উল্লেখ করে, পূর্ব শত্রুতার জের ধরে গেল ২১ মে রাত আটটার দিকে কলেজ ছাত্র ফরিদ আহমেদকে এলোপাতাড়ি মারধর করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এক পর্যায়ে তাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করার পর ঘাতকদের ধরতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযানে নামে।

২২ মে মধ্য রাতে শ্রীপুরের অবদা মোড় থেকে গ্রেফতার করা হয় ইমরানকে। এরপর তার দেওয়া তথ্য মতে অপর আসামিদেরকেও গ্রেফতারের অভিযানের নামে গোয়েন্দা পুলিশ। তবে অন্য আসামিরা গা ধাকা দেওয়ায় তাদের গ্রেফতার করা যায়নি।

গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, কিশোর গ্যাং লিডার ইমরানের বিরুদ্ধে এর আগেও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে থানায়। এছাড়াও এই হত্যাকাণ্ডের সাথে বাকি যারা জড়িত রয়েছে তাদেরকেও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য: কলেজ ছাত্র ফরিদ হত্যা মামলায় ১৪ জনকে আসামি করে আরো বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করে ফরিদের পরিবার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১