• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ সকাল ০৭:৩৬:১১ (29-Mar-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ সকাল ০৭:৩৬:১১ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

কৃষি

দৌলতখানে তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

১১ মার্চ ২০২৩ দুপুর ০১:৩৯:৫৮

দৌলতখানে তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

রোমানুল ইসলাম সোহেব, দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখানে চলতি মৌসুমে তরমুজের বাম্পার ফলন হয়েছে। তাই কৃষকের মুখে হাসি ফুটেছে। উপজেলার চরপাতা ইউনিয়নসহ ৪টি ইউনিয়নের তরমুজের মাঠ যেন সবুজের সমারোহ। প্রতিটি গাছে গাছে রয়েছে ফুল এবং থোকায় থোকায় তরমুজের ঝাক।

চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। কিছুদিন পর তরমুজ আসবে এই আশায় সার ঔষধ দেয়াসহ আগাছা পরিস্কারে নিবিড় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আর মাত্র ২০ থেকে ২৫ দিন পরে এসব তরমুজ ভোলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করা হবে। কাঙ্ক্ষিত পরিমাণ ফলন পেয়ে উৎপাদন খরচ পুষিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন বলে মনে করছেন চাষিরা।

উপজেলা কৃষি অফিসের সূত্রে জানা যায়, এ বছর তরমুজের লক্ষ্য মাত্রা ধরা হয়েছিল ১৪০ হেক্টর। তবে আবাদ হয়েছে ১৫০ হেক্টর জমিতে।

উপজেলার চরপাতা ইউনিয়নের তরমুজ চাষি মো. সবুজ জানান, বিগত বছরে তরমুজ চাষে আর্থিক ভাবে লোকসান হলেও এবার লাভের আশায় রয়েছেন চাষিরা। আবহাওয়া 
অনুকূলে থাকায় গত বছরের তুলনায় এ বছর তরমুজের ফলন ভালো হয়েছে।

আবুল কালাম নামে এক কৃষক জানান, এ বছর ৪০ একর জমিতে ২০ লাখ টাকা খরচ করে তরমুজ চাষ করেছেন। ফলন ও ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় ৪০ লাখ টাকা বিক্রি করতে পারবো।

এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শান্তা গোলদার জানান, এ বছর দৌলতখানে তরমুজের ফলন ভালো হয়েছে। চাষিরাও 
ভালো দাম পাবে। তবে তরমুজ চাষে কৃষকদের নানা পরামর্শ দেওয়া হয়েছে। এ বছর বাম্পার ফলন হওয়ায় আগামীতে তরমুজ চাষে 
কৃষকদের আগ্রহ বাড়বে বলে ধারণা করা হচ্ছে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









নোয়াখালীতে এক পুকুরে ধরা পড়ল ১০০ ইলিশ
২৮ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:০৯:২০

নওগাঁয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
২৮ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:০১:৪৫