• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৫৯:১৫ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৫৯:১৫ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চারঘাটে জুয়ার টাকার ভাগ নিয়ে ছুরিকাঘাতে মৃত্যু শয্যায়

২৮ এপ্রিল ২০২৪ সকাল ০৮:৩১:২৯

চারঘাটে জুয়ার টাকার ভাগ নিয়ে ছুরিকাঘাতে মৃত্যু শয্যায়

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলায় বৈশাখী মেলায় জুয়ার টাকার ভাগ নিয়ে ছুরিকাঘাতে একজন মৃত্যু শয্যায়।

জানা যায়, গত ২৫ এপ্রিল বৃহস্পতিবার চারঘাট পৌরসভার পদ্মা বড়াল নদী সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ এলাকায় বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়।

এই মেলাকে কেন্দ্র করে প্রতি বছর জুয়ার আসর বসে নদী সংলগ্ন এলাকায়। উপজেলার আওয়ামী লীগের দুই গ্রুপ মিলে ওই জুয়ার নেতৃত্ব দিয়ে থাকে। প্রতি বছরের ন্যায় এবারেও ২৫ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। ওই সময় জুয়ার টাকা নিয়ে শান্ত গ্রুপ ও মামুন গ্রুপের মধ্যে ধাওয়া পাল্ট ধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় কালু নামে এক ব্যক্তি সামান্য আহত হয়।

এ ঘটনার জেরে ২৭ এপ্রিল শনিবার বিকাল ৪টার সময় উপজেলার কাউসের কাঠের মিলের কাছে শান্ত গ্রুপের বিজয় নামের এক ব্যক্তিকে মামুন, কালু ও শরিফ মিলে ধারাল ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত কর। এক পর্যায়ে পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করলে বিজয়ের পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমান আহত বিজয় চিকিৎসাধীন আছে। আহত বিজয় (২৮) উপজেলার বাবুপাড়ার কাবিলের ছেলে।

এ বিষয়ে স্থানীয়রা বলেন, অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডর এলাকা দখল করে প্রতি বছর বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। এখানে উপজেলার দলীয় লোকজন অবৈধ জুয়ার আসর বসায় এবং পরে টাকার ভাগ বাটোয়ারা নিয়ে হট্টোগল করে। এবারও জুয়ার টাকার ভাগ নিয়ে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার জেরে শনিবার রাতে দুই গ্রুপের সদস্যরা এলাকায় মহড়া দিয়েছে। তবে চারঘাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে।

এ বিষয়ে চারঘাট মডেল থানা অফিসার ইন-চার্জ বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটে যাওয়া ঘটনার বিষয়ে থানায় কোনো মামলা হয়নি। থানায় অভিযোগ হলে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ