• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৩:৩৮ (08-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৫শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৩:৩৮ (08-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চট্টগ্রামে চোরাই বিটুমিনসহ গ্রেফতার ২

২৭ এপ্রিল ২০২৪ সকাল ১১:৪৯:৫৪

চট্টগ্রামে চোরাই বিটুমিনসহ গ্রেফতার ২

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সদরঘাটের দক্ষিণ নালাপাড়া এলাকায় চোরাই বিটুমিনসহ সুমন চন্দ্র ও আব্দুল্লাহ আজিজ নামে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

২৫ এপ্রিল বৃহস্পতিবার রাতে ইমরুল হাসান চৌধুরীর গোডাউনের ভেতর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিটুমিন ভর্তি একটি ট্রাক ও চোরাই বিটুমিন বিক্রয়ের পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চক্রের মূলহোতা দিদারুল হক রানা কৌশলে পালিয়ে যায়।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন মাধ্যমে দিদারুল হক রানা চোরাই বিটুমিন অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয় করছেন। তার কাছ থেকে এসকল বিটুমিন ক্রয় করেন গোডাউনের মালিক ইমরুল হাসান চৌধুরী। পরে তা গোডাউনে রেখে গ্রেফতারকৃত আসামীদের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছে পাইকারী ও খুচরা মূল্যে বিক্রয় করেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দিদারুল হক রানা কৌশলে পালিয়ে গেলেও ইমরুল হাসান চৌধুরীর গোডাউনের ম্যানেজার সুমন চন্দ্র দে (৩৮) ও মো. আব্দুল্লাহ আজিজ (৪০)কে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, চোরাকারবারি চক্র দীর্ঘদিন ধরে বিটুমিন সংগ্রহ করে ইমরুল হাসান চৌধুরীর গোডাউনে সংরক্ষণ করতো। পরে তা ড্রামে ভরে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে দিতো। এসকল বিটুমিন ক্রয়-বিক্রয়ের জন্য তাদের কাছে কোনো বৈধ কাগজ নেই। র‌্যাব ওই গোডাউনে অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করেছে। পলাতক দুই আসামিসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেফতার আসামিদের সদরঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সিলেটে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক
৮ মে ২০২৪ বিকাল ০৫:৩৯:১০




এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
৮ মে ২০২৪ বিকাল ০৫:০৩:০৭