• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০৯:৫৫:১৮ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০৯:৫৫:১৮ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

চাটুকার এমপি-মন্ত্রী হওয়ার চাইতে রাখাল হওয়া অনেক ভালো: কাদের সিদ্দিকী

৯ মার্চ ২০২৩ সকাল ১১:১৩:৩১

চাটুকার এমপি-মন্ত্রী হওয়ার চাইতে রাখাল হওয়া অনেক ভালো: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, আমি রাজনীতি করি সম্মানের জন্য। অনেকে রাজনীতি করে এমপি হবে, মন্ত্রী হবে। ওইরকম চাটুকার এমপি হওয়া, মন্ত্রী হওয়ার চাইতে মাইনসের বাড়িতে রাখাল হওয়া অনেক ভালো।

৮ মার্চ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘাটাইলের আষাড়িয়া চালা শওকত আলী ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, সব কিছুর দাম কিন্তু বাড়ল। আমি এখন বিএনপিকে দেখতি পাড়ি না, বিএনপি খালি সরকারে যাবার চায়। চাইলের দাম যে বাড়ল, তেলের দাম বাড়ল, পেট্রলের দাম যে বাড়ল একদিনও বিএনপিকে রাস্তায় চিত হইয়া শুইতে দেখলাম না। আমি কোনো প্রেম করি নাই, আমার প্রেম বঙ্গবন্ধুর সঙ্গে। আমি রাজনীতিতে এসেছি বঙ্গবন্ধুকে দেখে। তা না হলে আমি একজন রিকশাওয়ালা হইতাম, গরুর রাখাল হইতাম। যতদিন বেঁচে থাকব বঙ্গবন্ধুকে বুকে ধারণ করে বাঁচব।

তিনি বলেন, বিএনপির এক নেতা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাকিস্তানই ভালো ছিল। তাই আমি তাকে বলব, যাদের এই দেশে ভালো না লাগে পাকিস্তান চলে যান তাড়াতাড়ি। মরি বাচি সুখে থাকি, দুঃখে থাকি দেশেই থাকব। আমি ভুল করতে পারি জেনে শুনে কোনো অন্যায় করিনি।

ঘাটাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইলের সহ-সভাপতি আব্দুল হালিম সরকার লাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম আবু সালেক হিটলু, ঘাটাইল উপজেলার সভাপতি আব্দুল হালিম মিয়া, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, ধলাপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলবুল হায়দার প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১