• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:৫৮:০৩ (06-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৩শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:৫৮:০৩ (06-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাংলাদেশ ডিপ্লোমা বনবিদ পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন

২৪ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:১৮:০৪

বাংলাদেশ ডিপ্লোমা বনবিদ পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশের বন বিভাগে সারা দেশে কর্মরত বনবিদদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ডিপ্লোমা বনবিদ পরিষদের কেন্দ্রীয় পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মতিঝিলের গোপীবাগে বাংলাদেশ ডিপ্লোমা বনবিদ পরিষদের অস্থায়ী কার্যালয়ে  কেন্দ্রীয় পরিষদে সম্প্রতি এ আহবায়ক কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ ডিপ্লোমা বনবিদদের সর্ব সম্মতিক্রমে কেন্দ্রীয় পরিষদের আহবায়ক নির্বাচিত হয়েছেন আব্দুল আহাদ ও সদস্য সচিব কাজী সাইফুল ইসলাম। যুগ্ম আহবায়ক পদে এসএম আব্দুল রশীদ, সাদ উদ্দিন আহমেদ ও মো. মোহসিন হাওলাদার নির্বাচিত হয়েছে।

এ কমিটির অন্যান্য সদস্যরা হলো- সুলতানুল আলম চৌধুরী, মো. রিয়াজ উদ্দিন, আলা উদ্দিন (চট্রগ্রাম), মো. আলা উদ্দিন (সিলেট), সৈয়দ আমীনুর রশীদ কেএম কবীর উদ্দিন, ফজলুল কাদের চৌধুরী, ফারুক আহমদ বাবুল, দেওয়ান আলী, আব্দুল করীম, মহবুবুর রহমান দাদুল, মোহাম্মদ হাসান, রেজাউল করীম, শাহ আলম, রতন চন্দ্র দাস, মো. মনিরুজ্জামান, ওয়াদুদুর রহমান ও জাহাঙ্গীর আলম।

গঠিত নতুন এ কমিটির আহবায়ক আব্দুল আহাদ জানান, তাদের বাংলাদেশ ডিপ্লোমা বনবিদ পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়েছে।  এ সংগঠনের রেজি নং ০২৪৬৫।

তিনি আরও বলেন, বাংলাদেশ ডিপ্লোমা বনবিদদের প্রিয় এ সংগঠনটি তাদের মধ্যে সৌহার্দ ও নিবিড় যোগাযোগ পরিষদের  কাজকে গতিশীল করবে। বিভিন্ন কাজে সকলে মিলে মিশে কাজ করবে। কেন্দ্রীয় পরিষদের মাধ্যমে সারা দেশে কর্মরতদের নেটওয়ার্ক হিসেবে নতুন সেতুবন্ধন তৈরি হবে। বিগত দিনের মত সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্তত করেন। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ