• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:০৭:৪৭ (15-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৩১শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:০৭:৪৭ (15-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভৈরবে নদী থেকে বালু উত্তোলনে ভাঙনের আশঙ্কায় ২ গ্রাম

২২ এপ্রিল ২০২৪ বিকাল ০৪:২৬:১৩

ভৈরবে নদী থেকে বালু উত্তোলনে ভাঙনের আশঙ্কায় ২ গ্রাম

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে শীতলপাটি নদী থেকে ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলন করায় শ্রীনগর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য সেলিম মিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। বেশকিছু দিন যাবত সকাল থেকে গভীর রাত পর্যন্ত সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে এভাবেই বালু উত্তোলন করে যাচ্ছে একটি চক্র।

এলাকাবাসী জানায়, পূর্বপাড়া মুন্সিবাড়ি ও বধুনগর গ্রামের মাঝখানে শীতলপাটি নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে নদীতে ব্যাপক ভাঙনের সৃষ্টি হতে পারে। এছাড়াও ভাঙ্গণের মুখে রয়েছে নদীতীরবর্তী বধুনগর ও শ্রীনগর পূর্বপাড়া গ্রামের বিভিন্ন স্থাপনা, বসতি ও কৃষিজমি। এভাবে বালু উত্তোলন করতে থাকলে অচিরেই অত্র অঞ্চলের বড় দুটি গ্রাম ভেঙে নদীতে বিলীন হয়ে যেতে পারে।

এলাকাবাসী আরো জানায়, শ্রীনগর গ্রামে বন্ধু মহল নামে একটি সংগঠন তৈরি করে এর সভাপতি তারা মিয়া। তারই নেতৃত্বে শ্রীনগর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আওয়ামী লীগে যোগদান করে। যোগদানের পর থেকেই দলের প্রভাব খাটিয়ে এসব কর্ম চালিয়ে যাচ্ছে। এতে করে সাধারণ মানুষের কাছে বর্তমান ক্ষমতাশীন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য সেলিম মিয়া বলেন, গত ৩ দিন যাবত বালু উত্তোলন করা হচ্ছে। শ্রীনগর ইউপি পরিষদ চেয়ারম্যান নিষেধ করায় বালু উত্তোলন বন্ধ করে দিয়েছি।

অপর অভিযুক্ত বন্ধু মহলের সভাপতি তারামিয়া মুঠোফোনে বলেন, নদী তীরবর্তী শীতলপাটি নদী থেকে বালু উত্তোলন করে যার যার বাড়ি নির্মাণের জন্য জমিতে ফেলা হচ্ছে। এর পুরোটাই ৮নং ওয়ার্ড ইউপি সদস্য সেলিম মিয়ার নেতৃত্বে হচ্ছে। বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তা ফয়সুল আলমের ভাই মিজানুর রহমান জুয়েল মিয়াকে সাথে নিয়ে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে।  

শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রসিদ বলেন, বিষয়টি আমার জানা ছিল না। উপজেলা নির্বাহী অফিসারের ফোন পেয়ে আমি তাৎক্ষণিক লোক পাঠিয়ে বালু উত্তোলন বন্ধের ব্যবস্থা করি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এমনটা আমি জানার পর বালু উত্তোলন বন্ধ করতে ঘটনাস্থলে লোক পাটানো হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নদী থেকে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ক্ষেতলালে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
১৪ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১৩:২৫