• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে বৈশাখ ১৪৩১ রাত ১০:৫৫:২৯ (03-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে বৈশাখ ১৪৩১ রাত ১০:৫৫:২৯ (03-May-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

নড়াইলে সুলতান মেলায় ঐতিহ্যবাহী লাঠি খেলায় মুগ্ধ দর্শকরা

২১ এপ্রিল ২০২৪ সকাল ০৮:৪২:০৩

নড়াইলে সুলতান মেলায় ঐতিহ্যবাহী লাঠি খেলায় মুগ্ধ দর্শকরা

নড়াইল প্রতিনিধি: নড়াইলে সুলতান মেলায় গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। লাঠিখেলাা দেখতে বিভিন্ন শেণি পেশার নানা বয়সি নারী-পুরুষ ভিড় করেন, মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেন লাঠিখেলা।

২০ এপ্রিল শনিবার বিকেলে নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকায় কুড়িডোব মাঠে এসএম সুলতান ফাউন্ডেশনের সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান এ খেলার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব কৃষ্ণপদ দাস, সদস্য সচিব আব্দুর রশিদ মন্নু, ক্রীড়াবিদ রজিবুল ইসলাম, মুন্সি রিফাতুল জান্নাত প্রমুখ।

নড়াইলের কৃতি সন্তান বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৯তম জন্মজয়ন্তী উপলক্ষে ১৫ দিনব্যাপী সুলতান মেলা শুরু হয়েছে। ১৫ এপ্রিল সোমবার বিকেলে নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকায় সুলতান মঞ্চ  চত্বরে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

এ মেলা উপলক্ষে প্রতিদিন বিকেলে কুড়িডোব মাঠে বিভিন্ন ধরনের গ্রামীণ ক্রড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ