• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ১১:২১:০৩ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ১১:২১:০৩ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চট্টগ্রামে পাহাড়খেকোদের বিরুদ্ধে অভিযান

২১ এপ্রিল ২০২৪ সকাল ০৭:৫৮:২১

চট্টগ্রামে পাহাড়খেকোদের বিরুদ্ধে অভিযান

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর বায়েজিদের চন্দ্রনগর এলাকায় নাগিন পাহাড় কেটে সমতল করছে পাহাড়খেকোরা। খবর পেয়ে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। তবে হাতেনাতে কাউকে ধরতে না পারলেও পাহাড় কাটার আলমত পাওয়া গেছে। এ সময় পাহাড় কাটার বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়।  

২০ এপ্রিল শনিবার দুপুরে জেলা প্রশাসনের কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ সহযোগিতা করে।

অভিযানকালে পাহাড় কাটার স্থানটিতে গড়ে তোলা বেশকয়েকটি কাঁচা টিনের স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া পাহাড়ের চারপাশে দেওয়া টিনের বেষ্টনী অপসারণ করা হয়েছে।

এ ব্যাপারে সহকারী কমিশনার আরাফাত সিদ্দিকী বলেন, ‘আমরা গোপন সূত্রে সংবাদ পেয়েছি এখানে পাহাড় কাটা হয়, ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পেয়েছি। কোনো আসামিকে পায়নি বিধায় মোবাইল কোর্ট পরিচালনা করা যায়নি। তবে আমরা টিনের বেড়া এবং টিলার ওপর গড়ে তোলা কয়েকটি স্থাপনা উচ্ছেদ করেছি। সেখান থেকে কোদাল, শাবল, দড়িসহ পাহাড় কাটার নানা সরঞ্জাম জব্দ করা হয়েছে।’

তিনি বলেন, ‘নাগিন পাহাড়ের যে অংশে পাহাড়টি কাটা হচ্ছে, সেখানে প্রায় ১৮ শতক জমি রয়েছে। পাহাড় সমতল করে প্লট আকারে বিক্রির জন্য মূলত এই টিলা কাটা হয়। পাহাড় কাটার কারণে জায়গাগুলো সমতল হয়ে গেছে।’

আরাফাত সিদ্দিকী আরও বলেন, ‘পাহাড় কাটার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করি। ইতোমধ্যে যারা পাহাড় কেটেছে তাদের বিরুদ্ধে পরিবেশ অধিদফতর মামলার মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ভবিষ্যতেও চট্টগ্রামের পাহাড়গুলো রক্ষায় জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১১:৩৩

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪