• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:০৮:৩৫ (03-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:০৮:৩৫ (03-May-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

খোকসায় পানির জন্য হাহাকার

২০ এপ্রিল ২০২৪ সকাল ১১:৩৬:১৬

খোকসায় পানির জন্য হাহাকার

পুলক সরকার, খোকসা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের টিউবওয়েলগুলোতে উঠছে না পানি। গত দুই মাস ধরে পানি তীব্র সংকটে কষ্ট করেছেন এ উপজেলার লাখ লাখ মানুষ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

উপজেলার ১৬ হাজার টিউবওয়েলের বেশির ভাগেই মিলছে না পানি। পানি সংকটে গ্রামে গ্রামে চলছে হাহাকার। অনেকটা বাধ্য হয়েই স্থানীয়রা খাল-বিল-হাওর ও পুকুরের পানি ব্যবহার করছেন।

অতিরিক্ত তাপদাহ, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় পানির প্রাকৃতিক উৎসগুলোও ক্রমেই শূন্য হয়ে পড়ছে। এছাড়াও অপরিকল্পিত গভীর নলকূপ ও অসংখ্য সাব-মার্সিবল পাম্প স্থাপনের কারণে ভূগর্ভস্থ পানির স্তরও নিচে নেমে গেছে। ফলে অগভীর টিউবওয়েলগুলোতে পানি সংকট দেখা দিয়েছে। এতে একদিকে পান করার জন্য বিশুদ্ধ পানির যেমন সংকট দেখা দিয়েছে, গৃহস্থালির কাজসহ, কৃষি জমিতে সেচ দেয়ার জন্যও পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় পানি।  

স্থানীয়দের সঙ্গে আলাপকালে জানা গেছে, খাল, বিল, জলাশয় ভরাট ও দখলের কারণে পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। বেশিরভাগ খালে পানি নেই। নদীগুলো এখন মৃতপ্রায়। এছাড়াও নিচু ও কৃষিজমি মাটি এবং বালু ফেলে ভরাট করে ফেলায় পানির স্তর অনেক নিচে নেমে গেছে।

খোকসা পৌর এলাকার ৪নং ওয়ার্ডের বাসিন্দা সীমান্ত জানান, আগে এত খাবার পানি সংকট হয়নি। এখন প্রায় প্রতিটি টিউবওয়েলই অকেজো। টিউবওয়েলের হাতল ধরে অনেকক্ষণ চাপাচাপি করলেও পানি আসছে না। পানির জন্য আমরা খুব কষ্ট করছি।

জানিপুর ইউনিয়নের ইচলাট গ্রামের কাজল জানান, আমাদের তো গভীর নলকূপ স্থাপনের সামর্থ্য নেই। তাই এখন পুকুরের পানিতেই জীবন বাঁচাতে হচ্ছে।

ওই ইউনিয়নের এক্তারপুর গ্রামের শামীম, হজরত, মুছা ও সাবু বলেন, মাস দুই ধরে কোনো টিউবওয়েলে পানি উঠছে না। এমনকি ধানের জমিতে দেয়ার মেশিনেও পানি উঠছে না। পুকুর, ডোবার পানি গরম করে খাচ্ছি। এভাবে চলতে থাকলে আমরা নানান রোগ-বালাইয়ে আক্রান্ত হয়ে পড়ব।

খোকসা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সুমন আলী বলেন, গ্রীষ্ম মৌসুমে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







এসএসসির ফল প্রকাশ আগামী ১২ মে
৩ মে ২০২৪ দুপুর ১২:৩০:৫৭