• ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই চৈত্র ১৪৩০ রাত ১২:৩৬:১৯ (29-Mar-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই চৈত্র ১৪৩০ রাত ১২:৩৬:১৯ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত, ৩

৭ মার্চ ২০২৩ বিকাল ০৪:৩২:৫২

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত, ৩

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় এক মাদরাসা শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। ৭ মার্চ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের সামছুল হকের ছেলে মোটরসাইকেলচালক এম এ হাসিব, কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের লোকমান শেখের ছেলে বাইসাইকেল আরোহী নবীর শেখ ও মো. রাজা মিয়ার ছেলে আব্দুর রহিম।

বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী ফায়ার সার্ভিসের টিম লিডার আনোয়ার হোসেন বলেন, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস কাশিয়ানীর পোনা বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এতে বাসচাপায় ঘটনাস্থলেই হাসিব নিহত হন। গুরুতর আহত হন নবীর শেখ ও আব্দুর রহিম।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক অপর দুজনকেও মৃত ঘোষণা করেন। প্রাণহানির পর মহাসড়কের ওই স্থানে কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ ছিল। বাস চালকের বেপরোয়া গতির কারণে এটি প্রাণহানির ঘটনা বলে মনে করা হচ্ছে।

কাশিয়ানী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. হাফিজ জানিয়েছেন, তিনজনের মরদেহ হাসপাতালে রয়েছে। হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









নোয়াখালীতে এক পুকুরে ধরা পড়ল ১০০ ইলিশ
২৮ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:০৯:২০

নওগাঁয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
২৮ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:০১:৪৫