• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই বৈশাখ ১৪৩১ রাত ১০:৫৩:১১ (29-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৬ই বৈশাখ ১৪৩১ রাত ১০:৫৩:১১ (29-Apr-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

১০ দিন বন্ধের পর বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

১৫ এপ্রিল ২০২৪ রাত ০৮:৫০:১২

১০ দিন বন্ধের পর বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

হাতিবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: শবে কদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ এবং সাপ্তাহিক ছুটিসহ ১০ দিনের ছুটি শেষে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে।

১৫ এপ্রিল সোমবার সকাল থেকে আমদানি-রফতানি কাযক্রম শুরু হয়েছে। বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সি অ্যান্ড এফ) অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ছুটি ঘোষণা শেষে বন্দরে আমদানি-রফতানি কাযক্রম শুরু হয়। ছুটি থাকরলও স্থলবন্দর দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক ছিল।

বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সি অ্যান্ড এফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ বুড়িমারী স্থলবন্দর চালু হওয়ায় বিষয়টি নিশ্চিত করেছেন।

বুড়িমারী স্থলবন্দর সূত্রে জানা গেছে, পবিত্র শবে কদর, ঈদুল ফিতর এবং বাংলা নববর্ষ উপলক্ষে ছুটির বিষয়ে ভারতের চ্যাংরাবান্ধা ও বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, এক্সপোর্টার অ্যাসোসিয়েশন ও ভুটান এক্সপোর্টার অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট সব সংগঠন জরুরি বৈঠক করে। সেখানে সবার সম্মতিতে আগামী ৬ এপ্রিল শনিবার থেকে পরের সপ্তাহের ১৪ এপ্রিল রোববার পর্যন্ত টানা ছুটি ঘোষণা করা হয়েছিল।

এ ব্যাপারে বুড়িমারী স্থলবন্দরের (কাস্টমস) সহকারী কমিশনার (এসি) নাজমুল হাসান বলেন, ব্যবসায়ীদের সিদ্ধান্তে এ স্থলবন্দরে ১০ দিনের ছুটি শেষে সোমবার থেকে আমদানি-রফতানিসহ সকল কাযর্ক্রম শুরু হয়েছে। পণ্য ওঠানামাসহ ভারত ও ভুটান থেকে পণ্যবাহী গাড়ি বন্দরে যাতায়াত করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
২৯ এপ্রিল ২০২৪ রাত ০৯:২৯:৩০







মাভাবিপ্রবিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
২৯ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৩৮:৫৩