• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ দুপুর ০১:১৫:১৫ (29-Mar-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ দুপুর ০১:১৫:১৫ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পঞ্চগড়ে তৌহিদী জনতার ব্যানারে ধংসযজ্ঞ চালিয়েছে বিএনপি-জামায়াত: রেলমন্ত্রী

৬ মার্চ ২০২৩ দুপুর ০২:৫৮:৩৬

পঞ্চগড়ে তৌহিদী জনতার ব্যানারে ধংসযজ্ঞ চালিয়েছে বিএনপি-জামায়াত: রেলমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে তৌহিদী জনতার ব্যানারে বিএনপি-জামায়াত যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তা একাত্তরের নৃশংসতাকেও হার মানায় বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

৬ মার্চ সোমবার সকাল সাড়ে ১০টায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সুজন বলেন, বিএনপি-জামায়াত বেনামে গুপ্ত হামলা করে মানুষের মনে আতঙ্ক ছড়াচ্ছে।

এদিকে কাদিয়ানী সম্প্রদায়ের সালানা জলসাকে কেন্দ্র করে বিক্ষোভ, হামলা, হত্যাকাণ্ড এবং গাড়ি পোড়ানোর ঘটনায় পঞ্চগড় সদর থানায় ৬টি মামলা হয়েছে। এর মধ্যে পুলিশ ৩টি, র‌্যাবের পক্ষ থেকে একটি এবং কাদিয়ানী সম্প্রদায়ের পক্ষ থেকে একটি মামলা হয়েছে। এসব মামলায় আসামী ৮ হাজার ২শ জন। পুলিশ এরই মধ্যে ৮১ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে প্রধান গুজব সৃষ্টিকারী যুবদল নেতাও রয়েছেন।

অন্যদিকে দুদিন পর জেলার ইন্টারনেট সেবা চালু হয়েছে। জনজীবন ও যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে জেলা শহরের মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃংখলা বাহিনী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ