• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:০৩:৩০ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:০৩:৩০ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাজিপুরে ৫ টাকায় ঈদের বাজার

৯ এপ্রিল ২০২৪ দুপুর ০২:১৩:৪৮

কাজিপুরে ৫ টাকায় ঈদের বাজার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে মানবিক সংগঠন ‘ভয়েস অব কাজিপুর’-এর উদ্যোগে হত-দরিদ্র ও অসহায়দের মাঝে ৫ টাকায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

৯ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলার চালিতাডাঙ্গা বাজারের ‘ভয়েস অব কাজিপুর’ সংগঠনটির আঞ্চলিক কার্যালয়ে ১২০০ মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের হত-দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে ৫ টাকার বিনিময়ে ৩০০ পিস লুঙ্গি, ৩০০ পিস থ্রি-পিস, ৩০০ পিস শাড়ি ও ৩০০টি ঈদ সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো গুঁড়ো দুধ, পোলার চাউল, সুজি, সয়াবিন তেল, লাচ্চা-সেমাই, বাদাম-কিসমিস, সাবান ও লবণ।

ঈদ সামগ্রী বিতরণকালে ভয়েস অব কাজিপুরের প্রতিষ্ঠাতা আশকার পাইন বলেন, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অসহায় ও দরিদ্র মানুষেরা চাইলেও প্রয়োজনীয় ঈদ সামগ্রী ক্রয় করতে পারছেন না। এজন্য তাদের কথা বিবেচনা করে ৫ টাকার বিনিময়ে তাদের মধ্যে ঈদ উপহার তুলে দিচ্ছি।

তিনি আরো বলেন, মানুষ যেন বিনামূল্যে ঈদ সামগ্রী নিতে লজ্জাবোধ না করে এ জন্য প্রতিটি ঈদ সামগ্রীর মূল্য রাখা হয়েছে ৫ টাকা।

৫ টাকার বিনিময়ে ঈদ সামগ্রী হাতে পেয়ে খুশি অসহায় ও দরিদ্র মানুষেরা। উপজেলার কাজিপুর সদর, সোনামুখী, চালিতাডাঙা ইউনিয়নসহ উপজেলার সকল ইউনিয়নের ১২০০ হত-দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এই বিতরণ কার্যক্রম চলবে ঈদের আগের দিন রাত ৮টা পর্যন্ত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কুমিল্লায় জনতা বাস খাদে, আহত ২৫
১২ মে ২০২৪ সকাল ০৯:৩১:২৫