• ঢাকা
  • |
  • বুধবার ৩রা বৈশাখ ১৪৩১ রাত ০৩:৫৮:২৯ (17-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৩রা বৈশাখ ১৪৩১ রাত ০৩:৫৮:২৯ (17-Apr-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে ৬ জনের মৃত্যু, আহত ৩০

৫ মার্চ ২০২৩ সকাল ১১:২৪:১১

চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে ৬ জনের মৃত্যু, আহত ৩০

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সীমা অক্সিজেন প্লান্ট লিমিটেডে বিস্ফোরণে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৩০ জন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। 

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কদমরসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মুহাম্মদ ফখরুজ্জামান, চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী,  এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল আলম, ওসি তোফায়েল আহমেদ। 

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, আমরা উদ্ধার তৎপরতা চালাচ্ছি। ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। বিস্ফোরণের মাত্রা এতো বেশি ছিলো যে কয়েক কিলোমিটার দূরে গিয়ে লোহার টুকরো পড়েছে।

তিনি জানান, বড় ধরনের এই বিস্ফোরণে আশেপাশের ২ কিলোমিটারের মধ্যে ঘর-বাড়ীসহ অনেক স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে। ধ্বংসস্তূপ পরিণত হয়েছে পুরো কারখানা। তাই উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দেয় সেনাবাহিনীও। তবে আলোক সল্পতায় গতরাত ৯টার দিকে প্রথম দিনের উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে।

এদিকে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


উত্তরায় মাই টিভির বর্ষপূর্তি উদযাপন
১৬ এপ্রিল ২০২৪ রাত ০৮:২৮:৫৯







রায়পুরায় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
১৬ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:১৩:৫৯