• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:১১:৪৫ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:১১:৪৫ (09-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে বীরগঞ্জে প্রশাসনের তৎপরতা শুরু

২ এপ্রিল ২০২৪ রাত ০৮:২০:৪০

ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে বীরগঞ্জে প্রশাসনের তৎপরতা শুরু

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মহাসড়ককে নিরাপদ যাতায়াত ও ফুটপাত দখলমুক্ত, যানজটমুক্ত ও অপরাধমুক্ত রাখার জন্য তৎপরতা শুরু করছে প্রশাসন।

২ এপ্রিল মঙ্গলবার বীরগঞ্জের (ঢাকা-পঞ্চগড়) মহাসড়কের দুই পাশের ফুটপাত দখল করে দোকান দিয়ে যানজট তৈরি ও পথচারীদের দুর্ভোগ তৈরির বিষয়টি প্রশাসনের নজরে আসে।

নিত্যদিন হকাররা ফুটপাতে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসতেন। পণ্য বেচাকেনার কারণে ফুটপাতে মানুষের ভিড় লেগে থাকত। এতে ফুটপাত দিয়ে হেঁটে চলা কষ্টকর হয়ে পড়ত পথচারীরা। মহাসড়কে যাতে ঈদযাত্রায় যানজটমুক্ত থাকে, সে জন্য বীরগঞ্জ থানা পুলিশ প্রশাসন কাজ শুরু করেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, ঈদ উপলক্ষে হঠাৎ সড়কে যানবাহনের চাপ বেড়ে গিয়ে যত্রতত্র যাত্রী ওঠানামা ও গাড়ি পার্কিংয়ের এবং ফুটপাত দখল থাকার ফলে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।  তবে এবার ঈদের আগেই  ঢাকা-পঞ্চগড় মহাসড়কের  বীরগঞ্জের অংশে যানচলাচল স্বাভাবিক রাখতে পুলিশের ব্যাপক প্রস্তুতির কারণে ফলে স্বস্তি নিয়ে ফুটপাত দিয়ে হাঁটতে পারছেন পথচারীরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন, আসন্ন ঈদুল ফিতরের সময় মহাসড়কে ঘরমুখো মানুষের যাতে দুর্ভোগ পোহাতে না হয় এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা স্বার্থে ভোগান্তি কমাতে প্রশাসন কঠোর নজরদারিতে আছে।

পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপত্তার বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, রমজান ও ঈদকে কেন্দ্র করে নিরাপত্তায় নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। চুরি, ছিনতাই, পকেটমার, মলমপার্টি, অজ্ঞানপার্টির হাত থেকে বীরগঞ্জবাসীকে রক্ষা করতে বিশেষ অভিযান চলছে। জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে কোথাও কোনো সংগঠন বা কোনো চক্রকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। অভিযোগ পাওয়া মাত্রই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ, চাঁদাবাজি এবং মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত আছে এবং আগামীতেও থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ