• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ১০:১৯:৫২ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ১০:১৯:৫২ (09-May-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের

৩১ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:৩৬:৩৮

ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরা হলো না মা-ছেলের

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: ঈদের কেনাকাটা শেষে বগুড়া থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে গাইবান্ধার সাঘাটা উপজেলার উল্যাবাজারে নিজ বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছে।

নিহত মা ও ছেলে হলেন, উপজেলার উত্তর উল্যা গ্রামের রবিউল ইসলামের স্ত্রী শান্তা বেগম (৩৫) ও ছেলে রবি মিয়া (১৪)। এছাড়াও ওই ঘটনায় একই এলাকার আশরাফুল ইসলামের মেয়ে রূম্পা(১৪), আব্দুল আজিজ দুদু (৬০) ও আব্দুল আজিজ দুদুর স্ত্রী আহত হয়েছেন।

জানা যায়, ৩০ মার্চ শনিবার রাত ৯টায় সাঘাটা—গাইবান্ধা মহাসড়কের সাঘাটা বীলবস্তা নামক স্থানে রাস্তার ধারে ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তার উন্নয়ন কাজে ব্যবহৃত দাঁড়ানো অবস্থায় থাকা একটি প্লান মেশিনে সিএনজিটি ধাক্কা দিলে সিএনজিতে থাকা ৫ জন যাত্রী গুরুতর আহত হয়। পরে তাদেরকে সাঘাটা উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করেন।

দুটি অ্যাম্বুলেন্সে তাদেরকে হাসপাতালে পৌঁছানোর পর হাসপাতালের আইসিইউতে মা শান্তা ও ছেলে রবি মারা যায়। অপর আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পরে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি অটোরিকশাটি আটক করে থানায় নিয়ে যায়। এ সময় ঘাতক সিএনজি চালক পালিয়ে যায়।

এ বিষয়ে সাঘাটা থানা অফিসার ইনচার্জ মমতাজুল হকের সাথে কথা হলে তিনি জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:৪১

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৪৩