• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ১২:৩৫:০২ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ১২:৩৫:০২ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মৌলভীবাজারে ডিবির অভিযানে ৬ বিকাশ প্রতারক গ্রেফতার

২৭ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:৩৬:০৪

মৌলভীবাজারে ডিবির অভিযানে ৬ বিকাশ প্রতারক গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনসহ ২১টি সচল মোবাইল ও নগদ ৬ হাজার ৩৯০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতাররা হলো, মৃত রতন মোল্লার ছেলে মো. টিটুল মোল্লা টিটু (৩৬), বিদ্যুত শেখের ছেলে রুবেল শেখ (৩১), আইয়ুব হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার(২৯), শেখ ইমফাজের ছেলে হৃদয় শেখ (২০), নওশাদ আহমেদের ছেলে সাজ্জাদ হোসেন (২৫) ও ফরিদপুরের সদরপুর উপজেলার সামছু খালাশির ছেলে হাসান খালাশি (২১)। গ্রেফতাররা সকলে ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দা।

২৭ মার্চ বুধবার দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ২৬ মার্চ বিকেলে মৌলভীবাজার পৌরসভার সৈয়ারপুর এলাকার লন্ডনী হারুন মিয়ার মালিকাধীন হারুন মঞ্জিলের ৬ তলার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনসহ ২১টি সচল মোবাইল ও নগদ ৬ হাজার ৩৯০ টাকা জব্দ করা হয়।

এছাড়া তাদের কাছ থেকে বিভিন্ন স্কুল কলেজের উপবৃত্তিভোগী শিক্ষার্থী এবং বয়স্কভাতা ভোগীদের মোবাইল নম্বরসহ ১২ পাতার একটি তালিকা জব্দ করা হয়েছে। যে তালিকা থেকে তারা ভিকটিমদের কল দিয়ে প্রতারণা করতো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিকাশ একাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১১:৩৩

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪