• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:০৯:০৮ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:০৯:০৮ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নানান আয়োজনে কক্সবাজারে স্বাধীনতা দিবস উদযাপন

২৭ মার্চ ২০২৪ সকাল ০৯:২৮:৪৮

নানান আয়োজনে কক্সবাজারে স্বাধীনতা দিবস উদযাপন

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। 

২৬ মার্চ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকল শ্রেণিপেশার মানুষ।

এরপরে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠান, সালাম গ্রহণ ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন, প্রদর্শনী প্রীতি ফুটবল ম্যাচ, শিশু-কিশোর ও মহিলাদের অংশগ্রহণে  ক্রীড়া প্রতিযোগিতা, সমুদ্র সৈকতে বীচ-বাইক ও জেটস্কি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ, সংবর্ধনা, আপ্যায়ন আর বিকালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী  নানাবিধ আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজার জেলায় উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস ও জাতীয়  দিবস ।

সাংবাদিকদের সাথে আলোচনাকারে আগত ব্যক্তিরা বলেন, মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনা বাস্তবায়ন করে নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি অবদান রেখে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে গড়ে তুলবো ক্ষুধা মুক্ত, দারিদ্র্যমুক্ত আধুনিক স্মার্ট বাংলাদেশ। এই হোক আজকের দিনে আমাদের সকলের দৃঢ় প্রত্যয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কুমিল্লায় জনতা বাস খাদে, আহত ২৫
১২ মে ২০২৪ সকাল ০৯:৩১:২৫