• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:১৬:৩১ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:১৬:৩১ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নরসিংদীতে ডিবি পরিচয় দুর্ধর্ষ ডাকাতি: গ্রেফতার ৭, মালামাল উদ্ধার

২৫ মার্চ ২০২৪ বিকাল ০৫:৪৫:২৭

নরসিংদীতে ডিবি পরিচয় দুর্ধর্ষ ডাকাতি: গ্রেফতার ৭, মালামাল উদ্ধার

স্টাফ রিপোর্টার, নরসিংদী: নরসিংদীতে ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৪ মার্চ রোববার দিনব্যাপী নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামালসহ নগদ অর্থ এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।

২৫ মার্চ সোমবার বিকেল ৩টায় নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

গ্রেফতাররা হলো, নাদিম হোসেন (২৯), তোহা মীর শাওন (৩৮), অন্তর (২৮), আল আমিন (২৫), মামুন (২৯), সোহেল (৩৫)ও ইলিয়াছ (২৩)।  তারা নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ ও  নরসিংদী জেলার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গত ১৫ মার্চ রাতে নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জের উদ্দেশ্য একটি তেল ভর্তি একটি ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর থানাধীন ঘাসিরদিয়া পুকুরপাড় এলাকায় পৌঁছালে ডিবি পরিচয় একটি প্রাইভেটকার থেকে ৭/৮ জনের একটি ডাকাত দল তাদের গতিরোধ করে। এ সময় ট্রাক ড্রাইভার ও হেলপারকে গাড়ি থেকে নামিয়ে প্রাইভেট কারে তুলে নেয়। পরে ডাকাত দল ট্রাকটি সরিয়ে নেয় এবং  ট্রাক ড্রাইভার ও হেলপারকে রাত সাড়ে চারটা দিকে নরসিংদী জেলার মাধবদী থানার ডাঙ্গা রোডের একটি ব্রিক ফিল্ডের সামনে গামছা দিয়ে পিছন দিক থেকে বেধে রেখে রাস্তায় ফেলে রেখে যায়।

পরে এ ঘটনায় শিবপুর থানায় মামলা দায়ের করা হয়। নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদেরকে নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এ ঘটনা জড়িত সাতজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান,  নগদ ২ লক্ষ টাকা, লুণ্ঠিত তেল সহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:৪১

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৪৩