• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৪:২০:৫৮ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৪:২০:৫৮ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজস্থলীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

২৫ মার্চ ২০২৪ বিকাল ০৪:৩৬:৫০

রাজস্থলীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটি রাজস্থলীতে গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ মার্চ সোমবার সকালে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী অফিসারের কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।

বিশেষ অতিথি ছিলেন দুইনং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, কৃষি কর্মকর্তা মাহবুব এলাহী, ডা, রুইহলাঅং মারমা ও রাজস্থলী থানার এস আই আলী হোসেন।

এসময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তাগণ এতে ১৯৭১ সালের ২৫ মার্চের সেই কালো রাতের স্মৃতিচারণ করেন। উপস্থিত সকলেই শ্রদ্ধাভরে স্মরণ করেন সেই কালো রাতে পাক-হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে জীবন হারানো দেশপ্রেমিক ছাত্র, শিক্ষক, পুলিশ বাহিনীর সদস্যসহ আপামর মুক্তিকামী জনগণকে। পরিশেষে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার সোনার বাংলা গড়ে তুলার আহবান জানান বক্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ