• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:০২:৪৯ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:০২:৪৯ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রমজান উপলক্ষে বেগমগঞ্জে কোরআন প্রতিযোগিতা

২৫ মার্চ ২০২৪ সকাল ০৮:৩৯:০০

রমজান উপলক্ষে বেগমগঞ্জে কোরআন প্রতিযোগিতা

নোয়াখালী প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জে কোরআন তিলাওয়াত, আযান, হামদে নাত, কুইজ প্রতিযোগিতা, নগদ অর্থ, সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

২৪ মার্চ রোববার দিনব্যাপী উপজেলার রাজগন্জ ইউনিয়ন সোসাইটি ‘ঢাকার’ উদ্যোগে রাজগন্জ স্কুল প্রাঙ্গণে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০৫ শিক্ষাথী  এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।

শেষ পর্বে ২৫ শিক্ষার্থী চারটি বিভাগে কোরআন তিলাওয়াত, আযান, হামদে নাত ও সরাসরি প্রশ্ন উত্তর কুইজ প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয়, তৃতীয়সহ অংশগ্রহণ কারি সকলকে পুরস্কৃত করা হয়। ছয় সদস্যের একটি বিচার প্যানেল এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন।

সোসাইটির সভাপতি নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের পরিচালক তফাজ্জল হোসাইন ফরহাদের সভাপতিত্বে ও সোসাইটির সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী ও হেদায়াত হোসেনের যৌথ পরিচালনায় এবং রাজগন্জ চাত্র যুব কল্যাণ পরিষদের একদল সেচ্ছাসেবীর সহযোগিতায় অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আরিফুল রহমান, জেলা জামে মসজিদের পেশ ইমাম মুফতি দেলোয়ার হোসাইন সাহেব, বেগমগঞ্জ মডেল থানার ওসি আনেয়ার হোসেন, প্যানেল চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, আবিদা সুলতানা উর্মি, সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, সাংবাদিক সামছুল হাসান মিরন, সাইফুল্যাহ কামরুল, মানিকভূঁইয়া, প্রধান শিক্ষক জসিম উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








প্রধানমন্ত্রীকে ডিবিএ’র অভিনন্দন
১১ মে ২০২৪ দুপুর ০১:৫৯:২৩