• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:০৩:৪৯ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:০৩:৪৯ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গুরুদাসপুরে ফসলি জমিতে পুকুর খননের দায়ে কারাদণ্ড

২৪ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:৫৫:৩৬

গুরুদাসপুরে ফসলি জমিতে পুকুর খননের দায়ে কারাদণ্ড

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে তিন ফসলি জমিতে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ২৪ মার্চ রোববার দুপুরে উপজেলার মশিন্দায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সালমা আক্তার।

অভিযান সূত্রে জানা যায়, গুরুদাসপুর উপজেলার মশিন্দা বিলে অবৈধভাবে তিন ফসলি জমিতে পুকুর খনন করছিলেন চাটমোহরের এক মাটি ব্যবসায়ী। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করা হয়। এসময় একজনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং সড়ক পরিবহন আইনে আরো ৩ জনকে জরিমানা করা হয়।

একই সাথে উপজেলার কাছিকাটা বিশ্বরোড মোড়ে অবস্থিত আশিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও দাম বেশি রাখায় হোটেল মালিককে ১০ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করায় ৪টি মুদি দোকান মালিককে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এর আগে, ২৩ মার্চ শনিবার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্র নগর ও জ্ঞানদানগর বিলে চালানো অভিযানে খননকাজে ব্যবহৃত ৭টি খননযন্ত্রের ১৩টি ব্যাটারি জব্দ করা হয়। একইসঙ্গে খননযন্ত্রের দুই মালিককে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. সালমা আক্তার বলেন, তিন ফসলি জমিতে কোনো ভাবেই পুকুর খনন করতে দেওয়া হবে না। পুকুর খননকারীদের বিরুদ্ধের এই অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









কুমিল্লায় জনতা বাস খাদে, আহত ২৫
১২ মে ২০২৪ সকাল ০৯:৩১:২৫