• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০২:২৮:৪০ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০২:২৮:৪০ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের প্রায় ৪ কোটি মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত

২৩ মার্চ ২০২৪ দুপুর ০১:১১:২০

বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের প্রায় ৪ কোটি মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত

বাগেরহাট প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনজনিত কারণে সমুদ্র পৃষ্টের উচ্চতাবৃদ্ধি ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের ফলে ভু-উপরিস্থ পানির আধার নষ্ট হওয়া, মানুষের সৃষ্টি প্রবাহ মান নদ-নদীতে অবৈধ বাধ ও সুইস গেটের অব্যবস্থাপনা, অপরিকল্পিত চিংড়ী চাষের কারণে লবনাক্ততা ছড়িয়ে পড়া ভু-উপরিস্থ জমি, পানির লবনাক্ততা, অত্যাধিক ভু-গর্ভস্থ পানি উত্তোলনের কারণে শুস্ক মৌসুমে পানির স্তুর নেমে যাওয়ায় বাগেরহাটসহ দেশের উপকূলীয় ১৯টি জেলার প্রায় ৪ কোটি মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছে।

সুন্দরবন উপকূলের ৭৩ শতভাগ মানুষ সুপেয় পানি পান করতে পারছে না। ফলে এ অঞ্চলের মানুষরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে নারী ও শিশুরা অপুষ্টিতে ভুগছে। তাই এই সংকট নিরসনে নীতি-নির্ধারণী কতৃপক্ষসহ সচেতন মহলের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। আসন্ন বাজেটে এ অঞ্চলের মানুষের সুপেয় পানির জন্য অতিরিক্ত বাজেট বরাদ্দ করতে হবে।

বিশ্ব পানি দিবস উপলক্ষে ২২ মার্চ শুক্রবার সকাল ১০টায় বাগেরহাট প্রেস ক্লাবের সামনে জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মুখার্জী রবীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট লুনা সিদ্দিকী, যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি ইসরাত জাহান, প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক শেখ আজমল হোসেন, এনজিও প্রতিনিধি আব্দুস সালাম, মো. কামরুজ্জামান ও এসকে হাসিবুর রহমান প্রমুখ। 

সমাবেশটি সার্বিকভাবে পরিচলানা করেন উদয়ন বাংলাদেশের নির্বাহী প্রধান শেখ আসাদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ