• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:৪৭:২৭ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:৪৭:২৭ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সেনবাগে ২ শতাধিক ছাত্রছাত্রীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ

১৩ মার্চ ২০২৪ বিকাল ০৪:০০:০৬

সেনবাগে ২ শতাধিক ছাত্রছাত্রীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে ২ শতাধিক শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছে এনজিও কমিউটি ডেভেলপমেন্টর সেন্টার  কোডেক)।

১২ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার অজুনতলা ইউনিয়নের নাজিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ওই স্কুল ব্যাগগুলো বিতরণ করা হয়।

এ উপলক্ষে বিদ্যালয় সংলগ্ন মাঠে বিদ্যালয়ের সভাপতি মাস্টার আবদুস সাত্তারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আমজাদ হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন। ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. জহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দিন, উপজেলার সমাজসেবা কর্মকতা মো. বোরহান উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আজগর আলী ও হেলাল উদ্দিন, এমএম চৌধুরী মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক ওয়াজি উল্লাহ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিজানুর রহমান ভূঁইয়া।

এছাড়া, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সস্পাদক মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদাউস ইয়াসমিন, কোডেকের রিজিউনাল ম্যানাজার শহীদুল ইসলাম শামীম, নোয়াখালী এলাকা ব্যবস্থাপক কাজী আল মামুন, ছমির মুন্সিরহাট শাখা ব্যবস্থাপক মো. শামীম, সেনবাগ শাখা ব্যবস্থাপক মো. জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ