• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ দুপুর ১২:২২:০৫ (19-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ দুপুর ১২:২২:০৫ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

রাজনীতি

বিএনপির রাজনীতি হত্যা আর মিথ্যার রাজনীতি: আইনমন্ত্রী

২৫ ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ১২:৩৫:৫৮

বিএনপির রাজনীতি হত্যা আর মিথ্যার রাজনীতি: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক

মোহাম্মদ আবির, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বিএনপি যখন থেকে ক্ষমতায় এসেছিল ১৯৭৫ সালের পরে তখন থেকে হত্যা রাজনীতি শুরু করেছে। হত্যার রাজনীতি এবং হত্যা করার পরে মিথ্যা কথা বলার রাজনীতি, এটাই হল তাদের আদর্শ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

২৫ ফেব্রুয়ারি শনিবার সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, তারা (বিএনপি) ২০০১ সালে নির্বাচনের মাধ্যমে যখন ক্ষমতা দখল করে, তখন তারা বাংলার জনগণের উপর প্রতিশোধ নিতে ঝাঁপিয়ে পড়ে। আওয়ামী লীগের নেতাকর্মী, ভাই-বোন, পরিবার কাউকে তারা ছাড় দেয় নাই।

তিনি বলেন, আপনারা জানেন, ২০০৪ সালের ২১শে আগস্টের ঘটনা। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য ১৯ বার তারা চেষ্টা করেছে। আল্লাহর রহমতে তিনি প্রতিবারই বেঁচে যান। তারপরে ২০০৬ সালে দেখেছেন প্রহসন। এইসব কিছু বিএনপির আদর্শের মধ্যে লেখা আছে। তারা এটা ছাড়া অন্য কিছু করতে পারে না।

আইনমন্ত্রী বলেন, আমরা অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাংলার মানুষ বাংলার মানুষ শেখ হাসিনার নেতৃত্বে শুধু উন্নয়ন দেখে নাই রাজনৈতিক শান্তিও দেখেছে। এই রাজনৈতিক শান্তি অব্যাহত রাখতে চাই। আমরা জনগণের কাছে জনগণের প্রাপ্য ভোটাধিকার পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ, ২০২৪ সালের নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আবারও প্রমাণ করব।

এ সময় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শাহগীর আলম, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









ইসরাইলের ৩টি ড্রোন ধ্বংস করেছে ইরান
১৯ এপ্রিল ২০২৪ সকাল ১১:২৭:১৫