• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০১:১৪:৪৩ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০১:১৪:৪৩ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বর্ণাঢ্য আয়োজনে রামপালে জাতীয় ভোটার দিবস পালন

২ মার্চ ২০২৪ দুপুর ০২:৪৯:১৫

বর্ণাঢ্য আয়োজনে রামপালে জাতীয় ভোটার দিবস পালন

বাগেরহাট প্রতিনিধি: ‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই স্লোগানকে সামনে রেখে রামপালে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

২ মার্চ শনিবার সকাল ১০টায় রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে র‌্যালি শেষে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, উপজেলা দুদক প্রতিরোধ কমিটির সভাপতি মো. আকবর আলী, প্রেসক্লাব রামপালের সভাপতি এম এ সবুর রানা, মো. ফোরকান বিল্লাহ প্রমুখ।

এ দিন নতুন করে ভোটার হওয়ায় যোগ্য নাগরিকদের আবেদন গ্রহণ করা হয়। কি পদ্ধতিতে ভোটার হওয়া যাবে এবং কি কারণে ভোটার হওয়ার যোগ্যতা হারাবেন সে বিষয়ে আলোচনা করা হয়। ভোটার হতে জাতীয় পরিচয় পত্র বা নাগরিকত্বের সনদপত্র, যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত ১৭ ডিজিটের অনলাইন জন্ম সনদ, সনাক্তকারীর এনআইডি নম্বর, ইউটিলিটি বিল ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্র প্রয়োজন হয়।

প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা একাধিকবার একাধিক স্থানে ভোটার হওয়া দণ্ডনীয় অপরাধ বলেও আলোচনা সভায় উপস্থিত সকলকে অবহিত করেন। তাই যাদের এমন একাধিক স্থানে ভোট তুলা আছে তারা যেন সেগুলি ঠিক করে নেন এবং কেউ যেন এরুপ না করে সে দিকেও সতর্ক থাকার আহবান জানান। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১১:৩৩

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪