• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ সকাল ০৬:২২:৫৫ (25-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ সকাল ০৬:২২:৫৫ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

নিরাপদ খাদ্য গড়তে আরেকবার মুক্তিযুদ্ধ করতে হবে: খাদ্যমন্ত্রী

২০ ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৪:০০:৫০

নিরাপদ খাদ্য গড়তে আরেকবার মুক্তিযুদ্ধ করতে হবে: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি: লাভবান হতে ইচ্ছাকৃত খাদ্যে ভেজাল দিচ্ছে অসাধু ব্যবসায়ীরা উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র বলেছেন, নিরাপদ খাদ্য গড়তে আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে। যা নীতির জন্য এবং মানবতার জন্য।

সোমবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের খাদ্য নিরাপত্তা সচেতনতামুলক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আমরা এক সময় মঙ্গা পিড়ীত অবস্থায় ছিলাম। কষ্টে দিনাতিপাত করতে হয়েছিল। বিভিন্ন রোগে ভুগতে হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন মঙ্গা নাই। মানুষ এখন স্বাস্থ্য সচেতন হতে রুটি খায়।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, কৃষিতে বিপ্লব ঘটেছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। মাছ চাষে দেশ স্বাবলম্বী।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইউম সরকারের সভাপতিত্বে সভায় জাইকা সমন্বয়কারী আসুকা ইয়াসুওকা, স্থানীয় সরকারের উপপরিচালক উত্তম কুমার রায়, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দীক মোহাম্মদ ইউসুফ রেজা, জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দীনসহ অন্যরা বক্তব্য রাখেন।

এসময় জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষকসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
২৪ এপ্রিল ২০২৪ রাত ০৮:২৮:৫৮


হিটস্ট্রোকে চরফ্যাশনে যুবকের মৃত্যু
২৪ এপ্রিল ২০২৪ রাত ০৮:১৭:৪৭



মাচায় তরমুজ চাষে স্বাবলম্বী পাবনার কৃষকরা
২৪ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:৫১:২৫


ধামরাইয়ে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়
২৪ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:২৪:০২