• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:৫৭:০৫ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:৫৭:০৫ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

স্কুল ব্যাগে মিললো ২ কেজি গাঁজা

২৪ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:৫১:৪০

স্কুল ব্যাগে মিললো ২ কেজি গাঁজা

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ সদরের কায়কোবাদ চত্বরে বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।

২৩ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিশেষ চেকপোস্ট বসায় নবাবগঞ্জ থানা পুলিশ। এ সময় প্রতিটি ইজিবাইক, সিএনজি, মোটরসাইকেলসহ অনান্য গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। কিছুক্ষণ যেতেই ইজিবাইক করে যাচ্ছিল দুই যুবক। তা আবার পিছনে স্কুল ব্যাগ নিয়ে। যে কেউ দেখলে প্রথমে ধারণা করবে তারা কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র। গাড়ি থেকে নামিয়ে ব্যাগ খুলে পুলিশ তল্লাশি করলে দুই যুবকের কাছে গাঁজা পায়। পরে, তাদেরকে আটক করা হয়।

আটক সুজন মিয়ার (২৫) গ্রামের বাড়ি সিলেটের হবিগঞ্জে। অপরজন রাহুল খান (২৬), তিনি নবাবগঞ্জের বিলপল্লী গ্রামের বাসিন্দা। তাদের যৌথ পরিচালনায় বিভিন্ন স্থান থেকে মাদক এনে নবাবগঞ্জে বেচা-কেনা করতেন বলে ধারণা  করছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ এশিয়ান টিভি অনলাইনকে বলেন, ‘গোপন সংবাদ ছিল মাদকের চালান আসবে। তাই সন্ধ্যা থেকে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। দুই যুবকের সাথে থাকা স্কুল ব্যাগ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়েছে। মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে আদালতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, ‘তাদের সাথে আরও কেউ জড়িত আছে কি না তা খুঁজতে পুলিশ কাজ করছে৷ নবাবগঞ্জ মাদকমুক্ত করতে এমন অভিযান চলমান থাকবে৷ 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:৪১

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৪৩