• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৫৬:০৫ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৫৬:০৫ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ক্ষেতলালে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত গ্রেফতার

২২ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:২২:৩৩

ক্ষেতলালে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত গ্রেফতার

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে তারিকুল ইসলাম (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

২১ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাতে ঢাকার আশুলিয়া থেকে ওই অপহরণকারীকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামী তারিকুল ইসলাম উপজেলা শালুকডুবী উত্তর মহেশপুর গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে।

অপহরণের ঘটনায় করা মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের ১৯ নভেম্বর সকাল ৯ টায় বাড়ি থেকে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে মাদ্রাসায় যায় ওই শিক্ষার্থী। পরীক্ষা শেষে বাড়িতে ফেরার পথে আনুমানিক দুপুর একটার সময় শালুকডুবী মোড়ে পাকা রাস্তার উপর থেকে ওই কিশোরীকে সিএনজি যোগে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা শেষে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজা খবর নিয়ে তার কোন সন্ধান পায়নি।

পরে ঘটনার দিন রাতেই ওই কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করেন৷

জানা যায়, প্রেমের জের ধরে বিয়ের প্রলোভনে এই অপহরণের ঘটনাটি সংঘটিত হয়েছে। এ মামলা দায়েরের পর ক্ষেতলাল থানার এস আই নূর আমিনের নেতৃত্বে তথ্য প্রযুক্তির মাধ্যমে সঙ্গীয় ফোর্সসহ ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায়  অভিযান পরিচালনা করে আসামী তারিকুল ইসলামকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন, গ্রেফতার আসামীকে ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







প্রধানমন্ত্রীকে ডিবিএ’র অভিনন্দন
১১ মে ২০২৪ দুপুর ০১:৫৯:২৩