• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আশ্বিন ১৪৩১ রাত ১০:০৪:৪১ (13-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আশ্বিন ১৪৩১ রাত ১০:০৪:৪১ (13-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গলাচিপায় মহান শহীদ দিবস পালিত

২১ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:০৯:০৮

গলাচিপায় মহান শহীদ দিবস পালিত

ছবি: এশিয়ান টিভি

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পটুয়াখালীর গলাচিপায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, প্রভাত ফেরি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সুন্দর হস্তাক্ষর লেখনী প্রতিযোগিতা ও অমর একুশের কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেছে।

অমর একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ ও প্রশাসন। পরে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

পরে ভাষাশহীদদের শ্রদ্ধা নিবেদন করে গলাচিপা পৌরসভা, গলাচিপা থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, গলাচিপা প্রেস ক্লাব, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ‍শিক্ষার্থীরা। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল, সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মোর্শেদ তোহা, পৌর মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়সহ আরও অনেকে।

এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি, আধাসরকারি, বেসরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বাণিজ্যিক ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

পরে সকাল আটটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি প্রভাত ফেরি বের করা হয়।

এই প্রভাত ফেরি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে চিত্রাঙ্কন, সুন্দর হস্তাক্ষর ও একুশের কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে উপজেলার সব মসজিদে দোয়া ও মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মেহেরপুরে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
১৩ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৭:৫০




ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৬৬০
১৩ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:১১:০৬