• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:৪০:৪৭ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:৪০:৪৭ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

‘খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে’

১৯ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:৪৭:২৬

‘খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে’

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী বলেছেন, জীবনে বিনোদন ও খেলাধুলা খুবই দরকার। খেলাধুলা যুব সমাজকে আনন্দ ও উজ্জীবিত করে। মাদক ও নেশা থেকে দূরে রাখে। তাই সবাইকে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। মাদক থেকে সবাই বিরত থাকবেন। যুবকরা মাদকের বিরুদ্ধে সোচ্চার হলে এ দেশ মাদকমুক্ত হবে।

১৮ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যানের নিজ গ্রাম শ্রীপুরস্থ বাগান বাড়িতে সিঙ্গারবিল ইউনিয়নের প্রায় এক হাজার তরুণ যুবকদের মিলন মেলায়ে তিনি এসব কথা বলেন। এসময় সিঙ্গারবিল ইউনিয়নের তরুণ যুবক ও ক্রীড়া প্রেমিরা লুৎফর রহমান স্পোর্টিং ক্লাব নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। উপস্থিত তরুণরা উচ্চ আওয়াজে সকলের সম্মেলিত কণ্ঠে সংগঠনের আজীবন সভাপতি হিসেবে লুৎফর রহমান মুকাই আলী নাম প্রস্তাব করেন।

পরে উপস্থিত সবার উদ্দেশ্য লুৎফর রহমান মুকাই আলী বলেন, সিঙ্গারবিল ইউনিয়নের যুবকরা আজ যে স্বতঃস্ফুর্তভাবে একটি ভালো কাজের উদ্যোগ নিয়েছে এজন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমাকে সভাপতি মনোনীত করে যে নামে সংগঠন আত্মপ্রকাশ করা হয়েছে। আমি এ ক্রীড়া সংগঠনের নাম উজ্জ্বল করতে যা যা করার দরকার তা করবো ইনশাআল্লাহ।  

পরে নতুন ক্রীড়া সংগঠনের প্রাথমিক সরঞ্জাম সংগ্রহ করার জন্য ৬ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন লুৎফর রহমান মুকাই আলী। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিঙ্গারবিল ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভুঞা, মনিরুজ্জামান মিন্টু, রেদোয়ান ভূঞা প্রমুখ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বরিশালে কমলো জিপিএ ৫ ও পাশের হার
১২ মে ২০২৪ বিকাল ০৩:৪৮:০০


বাজারে এলো রিয়েলমি সি৬৫ স্মার্টফোন
১২ মে ২০২৪ বিকাল ০৩:৩৭:২৮