• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১০:০৫:৩৭ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১০:০৫:৩৭ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিজয়নগরে গৃহবধূ নিখোঁজের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

১৮ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:৪০:১২

বিজয়নগরে গৃহবধূ নিখোঁজের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গৃহবধূ নিখোঁজের ঘটনার প্রধান আসামি গৃহবধূ ময়নার ননদ পপি আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। ১৮ ফেব্রুয়ারি রোববার ভোর ৪টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, তথ্য প্রযুক্তির ব্যবহার এবং মাধবপুর থানা পুলিশের সহযোগিতায় উপজেলার চম্পকনগ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গাজী রবিউল ইসলাম তার সঙ্গিয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন। তিনি মনতলা এলাকায় তার দূর সর্ম্পকীয় দুলা ভাই মো. শফিক মিয়ার বাড়িতে আত্মগোপনে ছিলেন।

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ আসাদুল ইসলাম এশিয়ান টিভিকে জানান, প্রধান আসামিকে গ্রেফতারের মাধ্যমে আমরা অপহৃত গৃহবধূ ময়নাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।

উল্লেখ্য, শ্বশুরবাড়ি থেকে গৃহবধূ নিখোঁজ হওয়ার প্রায় ১ মাস ধরে খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে গত ১৩ ফেব্রুয়ারি বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিখোঁজ গৃহবধূর মা সুমি বেগম।

এদিকে, ময়না নিখোঁজ হওয়ার পর সম্প্রতি একটি ভয়েস বার্তা প্রকাশ পেয়েছে। ভয়েস বার্তা প্রকাশের পর ঘটনাটি মোড় নেয় ভিন্ন দিকে। ময়নার স্বামীর কাছে পাঠানো ভয়েস বার্তায় গৃহবধূ জানায়, ‘আমারে কীভাবে ভুলে থাকতেছো, আমাকে কী বাঁচাইবা না? আমি কোথায় আছি বলতে পারছি না। চারপাশে পাহাড় আর প্রচন্ড ঠান্ডা। আম্মা (শাশুরি) এবং আপা (স্বামীর ছোট বোন) জানে আমি কোথায় আছি। আমার মোবাইল পপি আপা কোথায় জানি রাখছে। তুমি পপি আপার সাথে কথা বল’।

নিখোঁজ গৃহবধূ খাজিদা আক্তার ময়না বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতুরপুর গ্রামের সেলিম মিয়ার মেয়ে। প্রায় ৭ বছর আগে একই উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কা নপুর গ্রামের মো. রমজান মিয়ার ছেলে সৌদি প্রবাসী রাসেল মিয়ার সাথে পারিবারিকভাবে বিয়ে হয় ময়নার। স্বামী প্রবাসে থাকলেও ওই গৃহবধূ তাবাচ্ছুব (৫) নামে একটি কন্যা সন্তান নিয়ে স্বামীর বাড়িতে থাকতেন। গত ১৯ জানুয়ারি বিকেল ৩টায় খাদিজা আক্তার ময়না (২৫) তার শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হন। প্রায় এক মাস অতিবাহিত হলেও কোনো সন্ধান মেলেনি তার। ইমোর মাধ্যমে স্ত্রীর পাঠানো ভয়েস বার্তা পেয়ে স্বামী রাসেল মিয়া প্রবাস থেকে সেটি ময়নার বাবার কাছে পাঠিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন। ময়নাকে উদ্ধারের ব্যবস্থা নিতে জানান বলে বিষয়টি নিশ্চিত করেন ময়নার চাচা মোশাররফ হোসেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ