• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই বৈশাখ ১৪৩১ ভোর ০৫:৫৭:২০ (19-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই বৈশাখ ১৪৩১ ভোর ০৫:৫৭:২০ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

উখিয়ায় যৌথ অভিযানে ৫ করাতকল উচ্ছেদ

১৩ ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ০২:২৩:৩২

উখিয়ায় যৌথ অভিযানে ৫ করাতকল উচ্ছেদ

মোঃ নুরুল হক সিকদার, রামু (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় প্রশাসন ও বনবিভাগের যৌথ অভিযান চালিয়ে ৫টি করাতকল ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি জব্দ করেছে।

১২ ফেব্রুয়ারি রোববার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ ও উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিল আলমের নেতৃত্বে পুলিশ ও একদল বনকর্মীরা উখিয়া রেঞ্জের আওতাধীন পালংখালী ও টাইপালং এলাকায় অবৈধভাবে গড়ে উঠা করাতকলে যৌথ অভিযান চালিয়ে ৫টি অবৈধ করাতকল উচ্ছেদ এবং আনুষাঙ্গিক যন্ত্রপাতিও জব্দ করে।

জানা গেছে, রোহিঙ্গার আসার পর থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে কতিপয় বন উজাড়কারী চক্র বেপরোয়াভাবে করাতকল বসিয়ে বনের গাছ-পালা ধ্বংস করে আসছিল। তারা সরকারি আইন বা বনবিভাগের কোন প্রকার বাধা বিপত্তিকে তোয়াক্কা না করে এসব অবৈধ করাতকল বসিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেন।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, অবৈধ করাতকল মালিক ও সরকারি বনভুমি জবরদখলকারীরা যতবড়ই শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না এবং অবৈধ করাতকল মালিকদের বিরুদ্ধে করাতকল (লাইসেন্স) বিধিমালা-২০১২ এর (৭)১(ক) ধারায় মামলা রুজুর প্রস্তুতি চলছে। পাশাপাশি এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে গত শনিবারও উখিয়া রেঞ্জের পালংখালী খালের হোসেন ঘাট এলাকায় উপজেলা প্রশাসন ও বনবিভাগ যৌথ অভিযান চালিয়ে ১টি ড্রেজার মেশিন ও প্রায় ২০ ফুট লম্বা পাইপ জব্দ করে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম
১৮ এপ্রিল ২০২৪ রাত ০৮:১৩:২৩