• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:৩৯:২২ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:৩৯:২২ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নবাবগঞ্জে নানা আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

১৩ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৯:০৭:৩০

নবাবগঞ্জে নানা আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকার নবাবগঞ্জের কৈলাইলের মেলেং উচ্চ বিদ্যালয়ের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

১২ ফেব্রুয়ারি সোমবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয়ের মাঠে খেলায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শুরুতেই অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং কোরআর তিলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন ও মশাল দৌড়ের মধ্য দিয়ে খেলা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয় সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। তিনি বলেন, ‘শিক্ষার পাশাপাশি খেলাধুলাও বাংলাদেশ আজ এগিয়ে গেছে। মানসম্মত শিক্ষার সাথে খেলাধুলার কোন বিকল্প নেই।

তিনি আরও বলেন, ‘সালমান এফ রহমান দোহার নবাবগঞ্জে ব্যাপক উন্নয়ন করেছে। দোহার নবাবগঞ্জকে মাদকমুক্ত করতে এমপি মহোদয়ের দিক নির্দেশনায় কাজ করছে প্রশাসন৷ আপনার সন্তানকে মাদক থেকে দূরে রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করার কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে পায়রা উড়িয়ে খেলা উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল।

প্রধান শিক্ষক আয়ূব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ‘থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ, কৈলাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বশির আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক আজহার বাবুল প্রমুখ।

খেলা শেষে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। ‘এদিকে একইদিন কৈলাইল টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:৪১

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৪৩