• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ১১:২২:২৭ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ১১:২২:২৭ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচালেন রুবি আকতার

৬ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০:৪৯:৫৫

নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচালেন রুবি আকতার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিয়ে প্রশংসায় ভাসছেন স্ত্রী। উপজেলার মরিয়ম নগর ইউনিয়নের মাইজ পাড়া গ্রামের বাসিন্দা তারা।

গ্রামের মওলানা মোহাম্মদ হারুনুর রশীদ দীর্ঘদিন কিডনির সমস্যায় ভুগছিলেন। পরিবার নিয়ে থাকতেন ওমানে। সেখানে থাকা অবস্থায় অনেক টাকা-পয়সা খরচ করে চিকিৎসা চালিয়েছেন। একপর্যায়ে হারুনুর রশীদের দুটি কিডনিই নষ্ট হয়ে যায়। যে কারণে ওমান থেকে পরিবার পরিজন নিয়ে দেশে চলে আসতে হয়।

কিডনি নষ্ট হয়ে যাওয়ায় হতাশায় ভুগছিলেন হারুনুর রশীদ। অন্তত একটি কিডনি হলেও বাঁচতে পারেন তিনি। শেষ মুহূর্তে কিডনি দিতে এগিয়ে আসেন তার স্ত্রী ‍রুবি আকতার। নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করায় প্রশংসায় ভাসছেন স্ত্রী রুবি আকতার। স্বামীর জীবন রক্ষায় তার এমন ত্যাগকে সাধুবাদ দিচ্ছেন এলাকাবাসী।

হারুনুর রশীদের স্বজন নুর মোহাম্মদ জানান, ‘৪ ফেব্রুয়ারি রোববার হারুন রশীদের শরীরে কিডনি প্রতিস্থাপন করেন দেশের প্রখ্যাত একুশে পদক প্রাপ্ত চিকিৎসক কামরুল ইসলাম। যিনি ইতিপূর্বে ১৫০০ রোগীর শরীরে বিনামূল্যে কিডনি স্থাপনের রেকর্ড গড়েন।’

তিনি আরও জানান, ‘হারুন দম্পতি বর্তমানে ঢাকার শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। স্বামী-স্ত্রী দু'জনই সুস্থ আছেন।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




অনলাইন জুয়াকে লাল কার্ড প্রদর্শন
৩০ এপ্রিল ২০২৫ সকাল ১০:১৬:৫৪

গাছ সতেজ রাখতে এড়িয়ে চলুন সাত ভুল
৩০ এপ্রিল ২০২৫ সকাল ১০:১০:১৭


আওয়ামী লীগ এখন মরা লাশ: ভিপি নুর
৩০ এপ্রিল ২০২৫ সকাল ০৯:৩৫:৫৫