• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:৫৫:৪৯ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:৫৫:৪৯ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

৯ দফা দাবিতে ফরিদপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

৪ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:২৩:৫৫

৯ দফা দাবিতে ফরিদপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে ৯ দফা দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৪ ফেব্রুয়ারি রোববার দুপুরর‌ শহরের মুন্সি বাজারে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রহসনের ডামি নির্বাচন বাতিল, সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার,  নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রেশন ব্যবস্থা, ন্যায্যমূল্যের দোকান চালু, খেলাপি ঋণ এবং বিদেশে পাচার হয়ে যাওয়া টাকা উদ্ধারের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিপিবি'র কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েক, ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, জেলা রিকসা, ভ্যান, ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমদাদ মিয়া, ফরিদপুর জেলা সিপিবি'র সম্পাদক মণ্ডলীর সদস্য বেলায়েত হোসেন, জেলা কমিটির সদস্য আশরাফুল আলম বাবু প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন। এছাড়া সভায় বক্তারা সকল শ্রেণি পেশার মানুষকে কমিউনিস্ট পার্টির পতাকাতলে সমবেত হয়ে ব্যাপক গণ আন্দোলন গড়ে তোলাসহ প্রহসনের নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে পুন: নির্বাচনের দাবি জানান তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ