• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫২:২০ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫২:২০ (11-May-2024)
  • - ৩৩° সে:

জাতীয়

ইজতেমার প্রথম পর্বে আগতদের মধ্যে এক পুলিশসহ মৃতের সংখ্যা ১৭

৪ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:০২:৪৪

ইজতেমার প্রথম পর্বে আগতদের মধ্যে এক পুলিশসহ মৃতের সংখ্যা ১৭

স্টাফ রিপোর্টার, গাজীপুর: আজ ৪ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব৷গতরাতে ময়দানে আসা আরও ৫ মুসুল্লির মৃত্যু হয়েছে। এর আগে মারা গেছেন আরও ৯  জন। এছাড়াও ময়দানে আসার সময় এক পুলিশ সদস্যসহ ৩ জনের মৃত্যু হয়। এতে এখন পর্যন্ত মোট ১৭ জন মারা গেছেন।

ইজতেমায় আগতদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমা আয়োজক কমিটির প্রধান গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

গতরাতে মারা যাওয়া মুসুল্লিরা হলেন, মিরপুর-১১ এর বাসিন্দা মোবাশসের আহমেদ, রাজবাড়ি পাংশা থানার মো. সানোয়ার, চট্টগ্রামের আনোয়ার থানার মো. আলম, নরসিংদী জেলার শাহনেওয়াজ ভুইয়া, সিরাজগঞ্জ জেলার আল মাহমুদ।

গত ৩ দিনে মারা যাওয়া অন্য মুসুল্লির হলেন, শেরপুর জেলা সদরের জুগনিবাগ গ্রামের মৃত সমশের আলীর ছেলে নওশের আলী (৬৫), ভোলা জেলার পরাগগঞ্জ থানার সামানদার গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আব্দুল কাদের (৫৫), নেত্রকোনা সদরের কালিয়াঝুড়ি এলাকার হোসেন আহম্মদের ছেলে স্বাধীন (৪৫), নেত্রকোনা থানার কুমারী বাজার গ্রামের আবুল হোসেনের ছেলে আবদুস সাত্তার (৭০), একই জেলার বুড়িঝুড়ি গ্রামের স্বল্পদুগিয়া গ্রামের আব্দুস ছোবাহানের ছেলে এখলাস মিয়া (৬৮), ভোলা জেলার ভোল্লা গ্রামের নজির আহমেদের ছেলে শাহ আলম (৬০), জামালপুর জেলার তুলশীপুর এলাকার পাকুল্লা গ্রামের হযরত আলীর ছেলে মতিউর রহমান (৬০)।

ময়দানে আসার সময় মারা যাওয়া তিনজন হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার ধামাউরা গ্রামের ইউনুছ মিয়া (৬০), চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চৌহদ্দীটোলা গ্রামের জামান মিয়া (৪০) ও ইজতেমায় আসার পথে বাসচাপায় নিহত পুলিশ সদস্য হাসান উজ্জামান (৩০)।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ