• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:২৭:৪৭ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:২৭:৪৭ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পাবনায় উৎসব মুখোর পরিবেশে স্কয়ার ফ্যামিলি স্পোর্টস ডে পালিত

২ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:০৭:৩৬

পাবনায় উৎসব মুখোর পরিবেশে স্কয়ার ফ্যামিলি স্পোর্টস ডে পালিত

পাবনা প্রতিনিধি: নানা আয়োজনে পাবনায় উৎসব মুখোর পরিবেশে পালিত হয়েছে স্কয়ার ফ্যামিলি স্পোর্টস ডে।

২ ফেব্রুয়ারি শুক্রবার সকালে স্কায়ার গ্রুপের বিভিন্ন প্লান্ট থেকে স্কয়ার পরিবারের হাজার হাজার সদস্য আনন্দ শোভাযাত্রা নিয়ে শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে সমবেত হন।

সেখানেই উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা ও স্কয়ারের পতাকা উত্তেলন করেন স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু ও স্কয়ার ফার্মার মহাব্যবস্থাপক মো. মিজানুর রহমান। 

অনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন ঘোষাণা করেন স্কয়ার গ্রুপের প্রবীনতম সদস্য মো. আব্দুস সামাদ। অনুষ্ঠানের শুরুতেই স্কয়ার মাতা প্রয়াত অনিতা চৌধুরীর আত্মার প্রতি শান্তি কামনা করে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

পরে গার্ড অব অনার, বেলুন ওড়ানো, পায়রা অবমুক্ত করণ ও মশাল প্রজ্জলনের মধ্য দিয়ে শুরু হয় দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় স্কয়ার পরিবারের সদস্য এবং তাদের স্ত্রী, সন্তানসহ  সহস্রাধিক প্রতিযোগী ৩৬টি ইভেন্টে অংশ গ্রহণ করে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান উপভোগ করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, জেলা প্রশাসক মু, আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুনসী, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাবেক পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুরে রহমান হাবিব, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি ও যুগ্ম আহবায়ক শিবলী সাদিকসহ স্থানীয় বিশিষ্ট জনেরা।

স্কয়ারের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা প্রয়াত স্যামসন এইচ চৌধুরী স্কয়ার পরিবারের সদস্যদের মধ্যে ভাতৃত্ব, সৌহার্দ আর আত্মিক সম্পর্কের সেতু বন্ধন রচনার লক্ষে ২০০১ সালে প্রথম ফ্যামিলি স্পোর্টস ডে’র আয়োজন করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ