• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:২৬:১৪ (26-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:২৬:১৪ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

শিক্ষা

বরিশাল বোর্ডে পাসের হার ৮৬.৯৫, শীর্ষে ভোলা পিছিয়ে পটুয়াখালী

৮ ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৩:২৬:৩৬

বরিশাল বোর্ডে পাসের হার ৮৬.৯৫, শীর্ষে ভোলা পিছিয়ে পটুয়াখালী

বরিশাল ব্যুরো : বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮৬ দশমিক ৯৫ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩৮৬ জন। পাসের হারে বরিশাল বোর্ডে শীর্ষে ভোলা জেলা ও সর্বনিম্ন পটুয়াখালী জেলা।

৮ ফেব্রুয়ারি বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ফলাফলের এই পরিসংখ্যান ঘোষণা করেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

তিনি জানান, এ বছর ব‌রিশাল বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৯৬ শতাংশ। এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার সব থেকে বেশি। এরপর ব্যবসায় শিক্ষা ও মান‌বিক বিভাগের অবস্থান। বোর্ডে শীর্ষে থাকা ভোলা জেলার পাশের হার ৯২ দশমিক শূন্য দুই ও পিছিয়ে থাকা পটুয়াখালী জেলার পাশের হার সর্বনিম্ন ৭৩ দশমিক ৭৫।

ঘোষিত ফলাফলে এবার সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে মান‌বিক বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট ৩ হাজার ৩৮৯ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া ‌বিজ্ঞান বিভাগ থেকে ৩ হাজার ২৬৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭৩৩ জন জিপিএ-৫ পেয়েছে।

এদিকে বরিশাল বোর্ডে এবারে কেউ পাস করেনি এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




শেষ হলো চারদিনব্যাপী ন্যাপ এক্সপো
২৬ এপ্রিল ২০২৪ বিকাল ০৫:৩৮:০৩