• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:৪৩:২৭ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:৪৩:২৭ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুয়াকাটায় মৎস্য বিভাগের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

৩০ জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:২৩:০১

কুয়াকাটায় মৎস্য বিভাগের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় মৎস্য বিভাগের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বেহেন্দি জাল ও চিংড়ি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

২৯ জানুয়ারি সোমবার রাত ৮ টায় নিজামপুর কোস্টগার্ড সংলগ্ন ফাঁকা স্থানে জনসম্মুখে উদ্ধার হওয়া প্রায় ৫ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলার মেরিন ফিশারিজ অফিসার মোহাম্মদ আশিকুর রহমান বলেন, কুয়াকাটা সংলগ্ন মোহনা ও বঙ্গোপসাগরের বিভিন্ন স্থানে দিনব্যাপী অভিযান পরিচালনা করে অবৈধ এই ২৭টি বেহেন্দি ও চিংড়ি জাল উদ্ধার করা হয়েছে। এসব জাল সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তাই উপজেলা মৎস্য কর্মকর্তা এবং উপস্থিত জনসম্মুক্ষে এসব অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বিচিত্র রকমের জাল ব্যবহার করে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অবাধে নিধন করা হচ্ছে বিভিন্ন রেনু পোনা। মশারি, চরঘেরা ও বেহেন্দিসহ ছোট ছোট ফাঁস জালে আটকা পড়ে অতি ক্ষুদ্র রেণু। কিন্তু এসব পোনা পরিপক্ক হলে এক একটি বেলে মাছ আকারে প্রায় ৩০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এসব জাল ব্যবহার বন্ধে মৎস্য বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করছে।

জেলা মৎস কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, এ বছর বিশেষ কম্বিং অপারেশনের অংশ হিসেবে এখন পর্যন্ত ২৭টি বেহেন্দি জালসহ বিভিন্ন প্রকার প্রায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়েছে। ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছের পোনা রক্ষায় মৎস্য সম্পদের জন্য ক্ষতিকর সব ধরনের অবৈধ জাল অপসারণে অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ