• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:০৭:৩৯ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:০৭:৩৯ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

তানোরে রাতের আঁধারে কৃষি জমিতে চলছে পুকুর খনন

২৯ জানুয়ারী ২০২৪ সকাল ০৯:১০:২৪

তানোরে রাতের আঁধারে কৃষি জমিতে চলছে পুকুর খনন

তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে কৃষি জমিতে পুকুর খননের যেন উৎসব চলছে। রাতের আঁধারে শতশত বিঘা ফসলি জমি খনন করে পুকুরে রূপান্তর করা হচ্ছে। ফলে বরেন্দ্র অঞ্চল তানোর উপজেলার কৃষি ভাণ্ডার হুমকির মুখে পড়েছে।

উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের শিলপুর জুড়ানপুর ও চাঁন্দুড়িয়া দেউতলা বিলে সরেজমিনে গিয়ে দেখা যায় কৃষি জমিতে পুকুর খনন চলছে। শিলপুর জুড়ানপুর মাঠে প্রায় ১শ বিঘা তিন ফসলি জমি টেন্ডার নিয়ে পুকুর খনন করা হচ্ছে। তিনটি সেভেন ভেকু গাড়ি দিয়ে রাতের আঁধারে লাঠিয়াল বাহিনীর পাহারায় কৃষি জমি খনন করে পুকুর বানানো হচ্ছে।

স্থানীয়রা জানান, মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের আনোয়ার হোসেন ও রাকিব নামের দুই ব্যক্তি এ পুকুরটি খনন করছেন। তারা দিনে থাকেন না, শুধু রাত থেকে ভোর পর্যন্ত কাজ করেন।

এছাড়াও চাঁন্দুড়িয়া দেউতলা বিলে প্রায় ১৫ বিঘা কৃষি জমিতে পুকুর খনন করছেন ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানের ছোট ভাই হাবিবুর রহমানের জামাই রাকিব।

কৃষি জমি খনন করা আইনত অপরাধ হলেও উপজেলা প্রশাসন নীরব ভূমিকায় রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

কৃষি জমিতে পুকুর খননের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাতের কাছে জানতে চাইলে তিনি বলেন, কৃষি জমিতে পুকুর খননের কোনো সুযোগ নেই। যদি কোথাও পুকুর খনন করা হয় তাহলে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ