• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:৫৭:৪২ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:৫৭:৪২ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রায়গঞ্জে সরকারি রাস্তা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ

২৭ জানুয়ারী ২০২৪ সকাল ১১:০৭:০৯

রায়গঞ্জে সরকারি রাস্তা থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ

চলনবিল প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে মোড়দিয়া উত্তরপাড়া গ্রামের আঞ্চলিক রাস্তার পাশ থেকে লাখ টাকা মূল্যের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে শংকর ভূষন সরকার (৭০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ২৬ জানুয়ারি শুক্রবার সকালে ১৫/২০টি ইউক্যালিপটাস গাছ কেটে পাশের জমিতে ফেলে রাখেন তিনি।

অভিযুক্ত শংকর ভূষন সরকার মোড়দিয়া গ্রামের মৃত খিতিস চন্দ্র সরকারের ছেলে।

এ বিষয়ে ঘুড়কা ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক আব্দুল মমিন মুঠোফোনে বলেন, গাছগুলো স্থানীয় রিপন মেম্বারের জিম্মায় রাখা হয়েছে।

এ ব্যাপারে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, সরকারি রাস্তার গাছ কাটার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে স্থানীয় মেম্বারের জিম্মায় গাছগুলো রাখা হয়েছে।

সরকারি রাস্তার গাছ কাটার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, সরকারি রাস্তার পাশ থেকে গাছ কাটার কোনো সুযোগ নেই। তবে কেউ যদি এই ধরনের কাজ করে থাকে তবে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে এসব গাছ কাটার অভিযোগের বিষয়ে জানতে চাইলে শংকর ভূষন সরকার বলেন, ‘এই গাছগুলো আমি আমার জমিতে রোপণ করেছি, তাই কেটেছি। এই রাস্তা সরকারি রাস্তা নয়।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ