• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:০১:৫৪ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:০১:৫৪ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মিশ্র বাগানে স্বাবলম্বী খোকসার মনিরুল

২৫ জানুয়ারী ২০২৪ দুপুর ০১:০৩:৫৬

মিশ্র বাগানে স্বাবলম্বী খোকসার মনিরুল

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় এক বাগানেই রয়েছে বিভিন্ন ধরনের ফল। শখের বসে এই বাগান গড়ে তুলেছেন পৌর এলাকার শিক্ষিত তরুণ মনিরুল ইসলাম। এই বাগান থেকে এখন আয় করছেন লাখ টাকা। মনিরুলের এমন সাফল্যে মিশ্র বাগান তৈরিতে আগ্রহী হচ্ছেন অনেকেই।

২০১৫ সালে শখের বসে ৩ কাঠা জমিতে পেঁপের চারা লাগিয়ে হাতে খড়ি উপজেলার পৌর এলাকার মনিরুলের। প্রথম বছরে মাত্র ৮০ হাজার টাকা ব্যয় করে দেড় লক্ষ টাকা আয় করেন তিনি। পরের বছর থেকে আর পিছনে তাকাতে হয়নি তার।

পরবর্তী সময়ে উপজেলা কৃষি অফিসের সার্বিক দিক নির্দেশনায় বিভিন্ন উন্নত জাতের ফলের চারা রোপণ করে মিশ্র ফলের বাগান গড়ে তুলেন। বর্তমানে ১২ বিঘা জমিতে উচ্চ মূল্যের ফল ফলাদির বাগান গড়ে তুলেছেন তিনি।

মিশ্র বাগান তৈরি করে মনিরুল নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তার বাগানে কাজ করে আরও কয়েকজনের কর্মসংস্থান হয়েছে।

মনিরুল ইসলাম জানান, উন্নত জাতের কুল বল সুন্দরী, থাই আপেল কুল, কাশ্মীরি আপেল কুল, লেবু, লিচু, পেয়ারা, বেল, বারোমাসি কাটিমোন মেঙ্গো, দার্জিলিং কমলা, মাল্টা, থাই পেয়ারা, বারোমাসি আমসহ নানা জাতের ফল গাছ রয়েছে তার বাগানে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা জানান, মিশ্র বাগান তৈরিতে কারিগরি সহায়তাসহ সব ধরনের পরামর্শ দিচ্ছেন তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





এসএসসির ফল জানা যাবে যেভাবে
১২ মে ২০২৪ দুপুর ১২:০৯:১০