• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:১৩:৫১ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সকাল ১১:১৩:৫১ (11-May-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

বইমেলায় আসছে জবি শিক্ষার্থী শ্রেয়সীর ‘অশ্বমেধ’

২৪ জানুয়ারী ২০২৪ সকাল ১১:০২:২৪

বইমেলায় আসছে জবি শিক্ষার্থী শ্রেয়সীর ‘অশ্বমেধ’

জবি প্রতিনিধি: দুয়ার পাবলিকেশন থেকে তরুণ লেখক কারিশমা ওয়াজেদ শ্রেয়সীর প্রথম একক কাব্যগ্রন্থ ‘অশ্বমেধ’ প্রকাশিত হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি  থেকে  শুরু হতে যাওয়া অমর একুশে  বইমেলায় প্রকাশনীর স্টলে (৩৫৬নং) পাওয়া যাবে এ কাব্যগ্রন্থটি।

কারিশমা ওয়াজেদ শ্রেয়সী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। ইতোমধ্যে বিভিন্ন অনলাইন পোর্টাল ও পত্রিকায় তার একাধিক লেখা প্রকাশিত হয়েছে। ‘অশ্বমেধ’ বইটিতে তিনি নানা যোগ-অনুযোগ এবং প্রেম-বিরহের কবিতা তুলে ধরার চেষ্টা করেছেন। বইটিতে ৫১টি কবিতা স্থান পেয়েছে।

শ্রেয়সী বলেন, ‘আমি আমার কবিতায় উপেক্ষিত প্রেম, আবেগ, বিরহ ও মানুষের কথা বলি।’

শ্রেয়সীর বেড়ে উঠেছেন এই রাজধানীর বুকেই। রাজধানীর নাগরিক ব্যস্ততা, জনজীবন এবং বৈচিত্র্যময় জীবনযাপন তাকে গভীরভাবে প্রভাবিত করে। নাগরিক জীবনে উপেক্ষিত মানুষের উপেক্ষা নিয়েই তিনি লিখতে চান। অশ্বমেধ তার প্রথম একক কাব্যগ্রন্থ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ