• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ০২:৪০:০২ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ০২:৪০:০২ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙামাটি সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক

২৪ জানুয়ারী ২০২৪ সকাল ০৮:৫৯:১৯

রাঙামাটি সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক

রাঙামাটি প্রতিনিধি: অবৈধ অনুপ্রবেশসহ মাদকদ্রব্য ও অবৈধ মালামাল চোরাচালান নিরোধ এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়ন নিয়ে পার্বত্য রাঙামাটির দুর্গম সীমান্তের ওপারে বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে রাঙামাটি বিজিবি সেক্টর কর্তৃপক্ষ।

২৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ছোটহরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) ত্রিপুরাঘাট বিওপির বিপরীতে শিলকর-১ বিএসএফ বিওপির সন্নিকটে ভারতের অভ্যন্তরে রাঙামাটির বিজিবি সেক্টর কমান্ডার ও ভারতের আইজলের বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় অবৈধ অনুপ্রবেশসহ মাদকদ্রব্য ও অবৈধ মালামাল চোরাচালান নিরোধ এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে রাঙামাটি বিজিবি সেক্টর কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

বিজিবি কর্মকর্তা অতিরিক্ত পরিচালক (অপারেশন) কর্তৃক প্রেরিত প্রেস র্বাতায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বার্তায় জানানো হয়, রাঙামাটির ভারত সীমান্তবর্তী এলাকায় সার্বক্ষণিক স্বাভাবিক পরিস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রকার কার্যক্রম গ্রহণের বিষয়ে বিজিবি-বিএসএফ উভয়পক্ষ একমত পোষণ করেন।

সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন রাঙামাটি বিজিবি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার লতিফ খান এবং ভারতের বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ আইজল সেক্টরের ডিআইজি শ্রী কল্যাণ কান্তি মজুমদার।

এছাড়াও বাংলাদেশের পক্ষে ৪ জন অধিনায়ক ও ৩ জন স্টাফ অফিসারসহ মোট ৭ জন এবং বিএসএফের পক্ষে ৩ জন কমান্ড্যান্ট ও ২ জন স্টাফ অফিসারসহ মোট ৫ জন সভায় অংশগ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:৪১

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৪৩